February 13, 2025, 6:10 am
শিরোনামঃ
সাংবাদিকদের জন্য জরুরী নির্দেশনা ফুলের হাসি ফাউন্ডেশনের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও নতুন কমিটির অভিষেক সুষ্ঠ নির্বাচনের মধ্যেমে যে দল ক্ষমতায় আসবে তারাই বাংলাদেশের ক্ষমতায় থাকবেন : ফারুক নড়াইলে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত ও স্কুল থেকে বাড়ি ফেরার পথে প্রাণ গেল আছিয়ার বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় পুলিশ কর্তৃক বাংলাদেশি নাগরিকের লাশ হস্তান্তর মোংলায় ইউএনও’র বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, অপসারণে ২৪ ঘন্টার আল্টিমেটাম। চাঁপাইনবাবগঞ্জে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ করল ৩৫টি ব্যাংক তারাকান্দায় খাস জমি দখল নিয়ে দু পক্ষের সংঘর্ষে আহত -১৫ মধ্যনগরে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন ★খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু ★

ন্যাশনাল হোমিও রিসার্চ সেন্টার চট্টগ্রাম শাখার উদ্বোধনে ইন্জিনিয়ার জাবেদ আবছার – বাংলাদেশের স্বাস্থ্যসেবার উন্নয়ন ও সুস্থ জাতি গঠনে হোমিওপ্যাথি চিকিৎসাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

ন্যাশনাল হোমিও রিসার্চ সেন্টার চট্টগ্রাম শাখার উদ্বোধনে ইন্জিনিয়ার জাবেদ আবছার –
বাংলাদেশের স্বাস্থ্যসেবার উন্নয়ন ও সুস্থ জাতি গঠনে হোমিওপ্যাথি চিকিৎসাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে

 

 

বাংলাদেশের বিশিষ্ট হোমিও গবেষক, চিকিৎসক, খ্যাতিমান লেখক, সাংবাদিক ও প্রাবন্ধিক ডা. মাহতাব হোসাইন মাজেদ পরিচালিত দেশের স্বনামধন্য হোমিও চিকিৎসা সেবা কেন্দ্র ন্যাশনাল হোমিও রিসার্চ সেন্টার চট্টগ্রাম শাখার উদ্বোধন আজ ১৩ ডিসেম্বর শুক্রবার বিকাল চারটায় চট্টগ্রাম নগরের অলংকার শপিং মলে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট লায়ন ইন্জিনিয়ার মোহাম্মদ জাবেদ আবছার চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে ইন্জিনিয়ার মো : জাবেদ আবছার চৌধুরী বলেন, সারা বাংলাদেশে চিকিৎসা সেবা ও সুস্থ জাতি গঠনের ক্ষেত্রে এলোপ্যাথিক চিকিৎসা ব্যবস্থার মতো হোমিও চিকিৎসাও ব্যপক ভূমিকা পালন করছে। তিনি আরও বলেন, এলেওপ্যাথিক চিকিৎসা সেবা একটি ব্যয়বহুল হলেও নূন্যতম চিকিৎসা সেবা এবং দরিদ্র মানুষের নাগালের মধ্যে চিকিৎসা সেবা হিসেবে হোমিও চিকিৎসা জনপ্রিয়। তিনি আরও বলেন, হোমিওপ্যাথি চিকিৎসা সেবাকে এখন ছোট করে দেখার সুযোগ নেই। সকল চিকিৎসা মাধ্যমের মতো হোমিও চিকিৎসাও সমান ভূমিকা পালন করছে সুস্থ, সুন্দর ও সবল জাতি গঠনের ক্ষেত্রে।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হোমিওপ্যাথি চিকিৎসক কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ডা: রতন চক্রবর্তী, অলংকার শপিং কমপ্লেক্স দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সভাপতি এডভোকেট মো: জামাল উদ্দিন, মাই টিভি চট্টগ্রাম ব্যুরো প্রধান মো : নুরুল কবির, অলংকার শপিং কমপ্লেক্স দোকান মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ সভাপতি মো : শাহাদাত হোসেন ভূঁইয়া বাবুল, সাধারণ সম্পাদক হারুনর রশীদ, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, নাজিরহাট শহিদুল আজম চৌধুরী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের প্রভাষক ডা : মো : আলাউদ্দিন ভূঁইয়া, অধ্যক্ষ ডা: আব্দুল করিম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডা : এম. এ. ফজল, বাংলাদেশ হোমিওপ্যাথি চিকিৎসক কল্যাণ সোসাইটির সহ সভাপতি ডা : দুলাল দত্ত, বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক ডা : মো : জামাল উদ্দিন।
প্রতিষ্ঠানের কর্ণদ্বার ডা. মাহতাব হোসাইন মাজেদের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক ভোরের আওয়াজ ও দি ডেইলি ব্যানারের বিশেষ প্রতিনিধি স ম জিয়াউর রহমান ও ন্যাশনাল হোমিও রিসার্চ সেন্টারের সহকারী পরিচালক সাইফুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে শতাধিক দরিদ্র ও দুস্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
এ অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি ইন্জিনিয়ার মো : জাবেদ আবছার চৌধুরী ও অতিথিবৃন্দ ফিতা কেটে ন্যাশনাল হোমিও রিসার্চ সেন্টারের শুভ উদ্বোধন করেন।

 

ছবির ক্যাপশন : (১)
চট্টগ্রামে ন্যাশনাল হোমিও রিসার্চ সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইন্জি: জাবেদ আবছার চৌধুরী।

ছবির ক্যাপশন : (২)
চট্টগ্রামে ন্যাশনাল হোমিও রিসার্চ সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ইন্জি: জাবেদ আবছার চৌধুরী ও অতিথিবৃন্দ ফিতা কেটে শুভ উদ্বোধন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা