জেলা কমিটি গঠনে বাগালি ইউনিয়ন বিএনপির আনন্দ মিছিল
প্রায় তিন মাস পর খুলনা জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) দলটির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।
আংশিক কমিটিতে মনিরুজ্জামান মন্টুকে আহ্বায়ক ও আবু হোসেন বাবুকে সদস্য সচিব করা হয়েছে। তিন সদস্য বিশিষ্ট আংশিক কমিটিতে এ্যাড. মোমরেজুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
গত ১৯ সেপ্টেম্বর কেন্দ্রীয় বিএনপির গৃহীত সিদ্ধান্ত মোতাবেক খুলনা জেলা বিএনপির কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়। প্রায় তিন মাস কমিটি ছাড়া খুলনা জেলা বিএনপির কাজ মুখ থুবড়ে পড়ে। সংগঠন এর কার্যক্রম গতিশীল করার জন্য আজ খুলনা জেলার আহ্বায়ক কমিটি গঠন করা হয় ।
সেই উপলক্ষে কয়রা উপজেলার বাগালি ইউনিয়ন বিএনপির সাবেক সফল সভাপতি এসএম আব্দুর রহমানের নেতৃত্বে বিএনপি অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা বাগালি ইউনিয়ন পরিষদ ও আশেপাশের প্রধান সড়কে আনন্দ মিছিল করে, উক্ত আনন্দ মিছিলে জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার সর্বসাধারণ উপস্থিত ছিলেন।