‘জয় বাংলা’ জাতীয় শ্লোগান ঘোষণার রায় স্থগিত করায় জার্মান আওয়ামী লীগের প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন ।
বাংলাদেশের গনমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে, জার্মান আওয়ামী লীগের নজরে এসেছে যে, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগের একটি বেঞ্চ গত ১০ ডিসেম্বর ২০২৪ইং তারিখে ‘জয় বাংলা’ জাতীয় শ্লোগান ঘোষণার রায় স্থগিত করে রাষ্ট্রপক্ষকে আপীল শুনানির সুযোগ প্রদান করেছে। জার্মান আওয়ামী লীগ উক্ত রায় ঘোষণার আদেশের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছে। জার্মান আওয়ামী লীগের নেতৃবৃন্দ সম্মিলিতভাবে উদ্বেগ প্রকাশ করে অভিমত প্রকাশ করছেন যে, বাংলাদেশে ৫ আগস্ট হতে ধারাবাহিকভাবে বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুন্ন করে বিচার বিভাগকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে বাংলাদেশের ইতিহাসকে ‘রিসেট বাটন’ পুশ করে পুর্ণলিখনের চেষ্টা করা হচ্ছে – যা অতন্ত ন্যাক্কারজনক। জার্মান আওয়ামী লীগ অবৈধ, অগনতান্ত্রিক ও অসাংবিধানিক ইউনুস সরকারের ‘রিসেট বাটন’ পলিসি বাস্তবায়নে বাংলাদেশের আইন বিভাগকে হাতিয়ার হিসেবে ব্যবহারের নীতির তীব্র প্রতিবাদ জানাচ্ছে।
জার্মান আওয়ামী লীগ দ্ব্যর্থহীন কন্ঠে উল্লেখ করছে যে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৃপ্ত কন্ঠে উচ্চারিত, লাখো মুক্তিকামী বীর বাঙ্গালির ঐক্য ও সাহসের শ্লোগান এবং বাংলাদেশের স্বাধীনতার শ্লোগান ‘জয় বাংলা’-কে আদালতের রায় দিয়ে মানুষের স্মৃতি থেকে মুছে ফেলা যায় না। আদালতের রায় দিয়ে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস মুছে ফেলার চেষ্টা পূর্বেও হয়েছে, ভবিষ্যতেও হবে – কিন্তু অবৈধ, অগনতান্ত্রিক ও অসাংবিধানিক সরকারের এইসব প্রচেষ্টা পূর্বেও সফল হয়নি, ভবিষ্যতেও হবে না।
আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই এবং কোটি কন্ঠে আওয়াজ তুলি ‘জয় বাংলা’।
জয় বাংলা
জয় বঙ্গবন্ধু
মিজানুর হক খান, সভাপতি জার্মান আওয়ামী লীগ ও মোবারক আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক জার্মান আওয়ামী লীগ