March 27, 2025, 10:14 am
শিরোনামঃ
পুলিশের দ্রুত অভিযানে অপহরণচক্রের ৬ সদস্য আটক অসচ্ছল রোজাদারদের পাশে দাড়ানো মহৎ ইবাদত: শাহ আলম অসহায়দের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন পাঁচলাইশ থানা জাসাসের নবগঠিত কমিটির অভিষেক গত ১৭ বছরে বিরোধী দলের উপর অন্যায় অত্যাচার জুলুমের কথা সংবাদ পত্রে আসেনি : ফারুক কোন গোষ্টি জাতির উপর প্রভূ হওয়ার চেষ্টা করবেন না….. সুনামগঞ্জ ১ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও ঈদ সামগ্রী উপহার প্রদান অনুষ্ঠিত সৈয়দ মোর্শেদ কামাল স্মৃতি সংসদের ইফতার মাহফিল অনুষ্ঠিত তাহিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতা দিবস পালিত ময়মনসিংহ রেঞ্জে নবনিযুক্ত ডিআইজি জনাব মোঃ আতাউল কিবরিয়া মহোদয়ের যোগদান”

আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর জবর দখল করে গ্রাহকদের হাজার কোটি টাকা লুটেপুটে খেয়েছে ————-বিএনপি নেতা ফখরুল ইসলাম

রমজান আলী, কাম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:

আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর জবর দখল করে
গ্রাহকদের হাজার কোটি টাকা লুটেপুটে খেয়েছে
————-বিএনপি নেতা ফখরুল ইসলাম

 

 

বিএনপি নেতা ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর সদ্য দায়িত্বপ্রাপ্ত চেযারম্যান আলহাজ্ব ফখরুল ইসলাম বলেন, গত ২০০০ সালে ইসলামী শরীয়াহ ভিত্তিক প্রতিষ্ঠিত ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানীকে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ২০০৯ সালে জবর দখল করে পুরো কোম্পানীসহ গ্রাহকদের হাজার কোটি টাকা লুটেপুটে খেয়েছে।

তিনি বৃহস্পতিবার দুপুর ১টায় কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভা মিলনায়তনে মেয়াদোত্তর ৪৬৬ জন গ্রাহককে বীমা দাবির এক কোটি দশ লাখ টাকার চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কোম্পানীর ইভিপি ও ইস্টার্ন রিজিওন ইনচার্জ মোজাম্মেল হোসেন শাহীনের সভাপতিত্বে চেক বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের এভিপি ও নোয়াখালী ডিভিশন ইনচার্জ মাওলানা নুরুল হুদা, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি ও বসুরহাট ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল মতিন লিটন, উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল করিম ফয়সল, সদস্য সচিব জাহেদুর রহমান রাজন প্রমূখ।
ফখরুল ইসলাম আরো বলেন, ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর আমাদের গ্রাহকরা নিশ্চিত হয়েছে তাদের আমানত রাখা টাকা ফেরত পাবে। অক্টোবর মাসে এখানে প্রথম ধাপে দু’কোটি টাকা, আজ দ্বিতীয় পর্বে ৪৬৬জন গ্রাহককে মেয়াদোত্তর বীমার এক কোটি দশ লাখ টাকা দেয়া হচ্ছে। অনুষ্ঠান শেষে উপস্থিত ৪৬৬ জন গ্রাাহকদের মাঝে মেয়াদোত্তর বীমার এক কোটি দশ লাখ টাকার চেক বিতরন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা