বেলকুচি উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারীর মৃত্যু
বাংলাদেশ জামায়াতে ইসলামী বেলকুচি উপজেলা মজলিশে শু’রার অন্যতম সদস্য ও বেলকুচি উপজেলার সাবেক সেক্রেটারী আলহাজ্ব আব্দুল মান্নান সোমবার ঢাকা ইবনে সিনা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে সকাল পনে ৯ টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তিনি বেলকুচি উপজেলা জামায়াতের ইসলামীর
গোড়াপত্তনকারী । তিনি দ্বীনের জন্য নিবেদিত প্রাণ ও ইসলামের দ্বা’ঈ ছিলেন। তার মৃত্যুতে সিরাজগঞ্জ জামায়াতে ইসলামী ও বেলকুচি জামায়াতে ইসলামীর নেতারা শোক প্রকাশ করেছেন। তার মৃত্যুতে জামায়াত নেতৃবৃন্দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের জানাজা নামাজের ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান । তার জানাযা নামাজে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম , নায়েবে আমির অধ্যক্ষ মোঃ আলী আলম , জেলা সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম বেলকুচি উপজেলা আমির আরিফুল ইসলাম সোহেল সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ বেলকুচি উপজেলার আপামর জনসাধারণ উপস্থিত ছিলেন।