February 7, 2025, 8:57 am
শিরোনামঃ
গণ অধিকার পরিষদের লিপলেট বিতারন করেন কাজী রনী। গোপালগঞ্জে জেলা বিএনপি এর সাবেক সভাপতি ও সাবেক এমপি এম,এইচ খান মঞ্জু গণসংযোগ করেছেন সংস্কার সংস্কার করে অনন্তকাল ক্ষমতায় থাকবেন, এটা হবে না -বিএনপি’র কেন্দ্রীয় নেতা মো. শরীফুল আলম সুনামগঞ্জের জামায়াত ৫টি আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত নোয়াখালীতে সাবেক সেনাপ্রধানের ও আ.লীগ নেতার বাড়িতে হেলমেট বাহিনীর হামলা-অগ্নিসংযোগ রাউজানের কাশেম নগর সান সাইন যুব সংঘের অলিম্পিক ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন ও ফাইনাল সম্পন্ন বাঙালির স্বাধীনতা সংগ্রামের আঁতুড়ঘর ধানমণ্ডি-৩২ ভাঙার প্রতিবাদে ও উগ্র-জঙ্গিমুক্ত দেশ গড়ার লক্ষ্যে চূড়ান্ত প্রস্তুতি চট্টগ্রামে কম্বল বিতরণ ও ৩১ দফা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত চট্টগ্রামের হাটহাজারীতে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ জয়পুরহাট পাঁচবিবিতে কৃষকদলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে নিজের তৈরি অনুজীব সার ব্যবহারে সফল কৃষক — আজহারুল,

মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে নিজের তৈরি অনুজীব সার ব্যবহারে সফল কৃষক — আজহারুল,

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় রাসায়নিক সার ও কীটনাশকের বিকল্প হিসেবে নিজেই অনুজীব সার উৎপাদন করেছেন আজাহারুল ইসলাম নামের এক কৃষক। সেই সাথে তার উৎপাদিত সার জমিতে ব্যবহার করে বেশ ভালো সারা পেয়েছেন তিনি। একদিকে যেমন নিজের তৈরি সার ব্যবহারে উপকৃত হচ্ছেন অপরদিকে স্থানীয় অন্য কৃষকরাও তার থেকে সার নিয়ে হচ্ছেন উপকৃত। ঠাকুরগাঁও জেলা কৃষি বিভাগ বলছেন, আজহারুল ইসলামের এই সার নিরাপদ খাদ্য উৎপাদনে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। জানা যায়, আড়াই বছর ধরে নিজের একটি খামারে রাসায়নিক সার ও কীটনাশকের বিকল্প হিসেবে তৈরি করছেন অনুজীব সার। নিজের হাতে গোবর, গুড়, বেসন, নিরাপদ মাঠি মাখিয়ে তৈরি করছেন এই সার। নিজের তৈরি সার নিজের বিভিন্ন সবজি ও ফলের বাগানে দিয়ে হয়েছেন বেশ সফলও। গেল কিছুদিন আগেই আনুষ্ঠানিক ভাবে পীরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী রনসিয়া চন্দ্রা গ্রামে এইচকে বহুমূখী খামারে এই সার প্রকল্পের উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সিরাজুল ইসলাম। পরে অনুজীব সার ব্যবহার করা খামারি আজহারুল ইসলামের খামারে আবাদ করা ধান,শাক সবজি, মাল্টা, পেপে সহ বিভিন্ন ফসলের খেত পরিদর্শন করেন তিনি। সফল খামারি কৃষক আজহারুল ইসলাম বলেন,নিরাপদ ফসল উৎপাদনের কথা ভেবেই এই অনুজীব সার উৎপাদন শুরু করেছি। বিগত আড়াই বছর ধরে এই সার উৎপাদন করে আসছি। আমি নিজেও আমার বিভিন্ন বাগানে এই সার ব্যবহার করে অনেকটাই লাভবান হয়েছি,ফলন ও অনেক বেশি হয়েছে। কিটনাশক মুক্ত উৎপাদন করাই আমার মূল লক্ষ। ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সিরাজুল ইসলাম বলেন, রাসায়নিক সার ও কীটনাশক ছাড়াই জৈব পদ্ধতিতে উপকারী অনুজীব উৎপাদন করে কয়েক বছর ধরে ফসল চাষাবাদে সফলতা লাভ করেছেন কৃষক আজাহারুল ইসলাম। রাসায়নিক সারের বিকল্প এবং নিরাপদ খাদ্য উৎপাদনে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে এই সার। অন্যান্য কৃষকদের মাঝে এই সার ব্যবহারের বিষয়টি নিয়ে আমরা কাজ চলমান রেখেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা