কোম্পানীগঞ্জে উপজেলা শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জে উপজেলা শিক্ষক সমিতির উদ্যোগে মঙ্গলবার বিকেল ৫টায় বসুরহাট আজমেরী হোটেল এন্ড রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে কমিটির আহ্বায়ক হাজারীহাট হাইস্কুল এন্ড কলেজের অধ্যাপক শেখ সাদী বাবুল এবং সদস্য সচিব মাওলানা মিজানুর রহমানকে নিয়ে ১৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্যরা হলেন- আহ্বায়ক আবদুর রহমান, মোঃ শাহ আলম, শাখাওয়াত হোসেন, আবদুর রাজ্জাক, নুরুল আলম সিদ্দিকী, বেগম তাছলিমা আবেদা, যুগ্ম সদস্য সচিব ফরিদ উদ্দিন আহম্মেদ, হারুনুর রশিদ, মোঃ সফি উল্যাহ, যুগ্ম আহ্বায়ক আবদুল জলিল, সদস্য সাইফুর রহমান, মাওলানা ইব্রাহিম, মিসেস হিমাংকুরী, মোঃ কায়সার আলম, মোঃ মিজানুর রহমান, ইসমাইল হোসেন সিরাজী, পলাশ চন্দ্র রায়।
সংবাদ সম্মেলনে বক্তারা শিক্ষকদের পেশাগত মর্যাদা রক্ষা, বেতন বৈষম্য দূরীকরণ এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহŸান জানান। তারা শিক্ষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও শিক্ষার মান উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার উপর গুরুত্ব আরোপ করেন।
অধ্যাপক শেখ সাদী বলেন, শিক্ষক সমাজ জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের প্রধান লক্ষ্য হল শিক্ষকদের মর্যাদা রক্ষা করা এবং শিক্ষা ব্যবস্থাকে আরও মানসম্মত করা।
সদস্য সচিব মিজানুর রহমান বলেন, শিক্ষকদের জন্য একটি সম্মানজনক পরিবেশ তৈরি করা এবং শিক্ষার মান উন্নয়নে আমরা সকলে একযোগে কাজ অঙ্গিকার করছি।