মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ
খিতাপচর হক ভাণ্ডারী স্মরণ সভা শাখার ৩ যুগ পূর্তি উপলক্ষে
বার্ষিক স্মরণ সভা, মিলাদ মাহফিল, আলোচনা ও মাইজভাণ্ডারী মহাসমাবেশ অনুষ্ঠিত
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ খিতাপচর হক ভাণ্ডারী স্মরণ সভা শাখার ৩ যুগ পূর্তি উপলক্ষে বার্ষিক স্মরণ সভা, মিলাদ মাহফিল, আলোচনা ও মাইজভাণ্ডারী মহা সমাবেশ গত ৬ ডিসেম্বর সারাদিনব্যাপী অনুষ্ঠিত হয়। বাদে ফজর খতমে কোরআন, সকাল ৯ টায় মাজার জিয়ারত, র্যালী, বাদে মাগরিব আলোচনা, মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। খিতাপচর হক ভাণ্ডারী স্মরণ সভা শাখার সাধারণ সম্পাদক মো. তারেকুল ইসলামের সঞ্চালনায় সভাপতি মোহাম্মদ নাসির উদ্দীন মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সভাপতি আলহাজ্ব রেজাউল আলী জসিম চৌধুরী। উদ্বোধক হিসেবে ছিলেন ৫নং সরোয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ বেলাল হোসেন।
প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মিজানুস সালাম জামে মসজিদের খতিব ড. মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম আল-আযহারী।
বিশেষ বক্তা ছিলেন গোমদন্ডী দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন শাহজাদা সৈয়দ আহমদুল হক মাইজভাণ্ডারী, আল-আমিন হজ্ব কাফেলা ট্রাভেলস্ এন্ড ট্যুরস্ এর চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আবদুন্নবী আলকাদেরী, বেঙ্গুরা সিনিয়র মাদরাসার আরবী প্রভাষক আলহাজ্ব মাওলানা মোহাম্মদ নূর হোসেন হেলালী, খিতাপচর আজিজিয়া মাবুদিয়া সিনিয়র মাদ্রাসার আরবী প্রভাষক আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আবদুল কুদ্দুছ আলকাদেরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পর্ষদের সদস্য শেখ মুজিবুর রহমান বাবুল, মোহাম্মদ দিদারুল আলম, মোহাম্মদ নুরুল কবির নুরু, মোহাম্মদ নাসির উদ্দিন।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ জিয়াউদ্দিন সিকদার, আবুল হাসেমসহ বিভিন্ন উপজেলার সাংগঠনিক সম্বনয়কারীবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি যুগপূর্তি স্মরণিকার মোড়ক উন্মোচন করেন।