January 17, 2025, 10:35 pm
শিরোনামঃ
বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরীর ম্যুরাল উদ্বোধন ইউসিটিসিতে ওরিয়েন্টেশন প্রোগ্রাম বিপ্লবী মাষ্টার দা সূর্য সেনের সহযোদ্ধা বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরীর ম্যূরালে শ্রদ্বাঞ্জলি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বেসরকারি কারা পরিদর্শক হলেন প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন মুকসুদপুরে বিগত সময়ের মতো প্রহসনমুলক নির্বাচন আর করতে দেয়া হবে না- বিএনপির কেন্দ্রীয় নেতা সেলিম নওগাঁর মান্দায় সড়ক দূর্ঘটনায় মানসিক ভারসাম্যহীনের মৃত্যু সমাজের কল্যাণে নিরবে কাজ করে যাচ্ছে মানবিক সংগঠন সি‌লেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউ‌ন্ডেশন তুহিন কৃতিত্বের সাথে মাস্টার্স প্রথম শ্রেণীতে উত্তীর্ণ বোয়ালখালীতে আইল্ল্যার অউন ফোয়ানি উৎসব  অনুষ্ঠিত নরসিংদীতে আগুনে পোড়া মিলস পরিদর্শন করতে র‍্যাব প্রশাসনকে বাধা।

নড়াইলের কালিয়ায় পুলিশের কাছ থেকে হাতকড়া পরা অবস্থায় আসামি ছিনতাই

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

নড়াইলের কালিয়ায় পুলিশের কাছ থেকে হাতকড়া পরা অবস্থায়
আসামি ছিনতাই

 

 

নড়াইলে পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই
দুই সপ্তাহের ব্যবধানে নড়াইলের কালিয়া উপজেলায় ফের হাতকড়া পরা অবস্থায় ছাব্বির শেখ (২৫) নামে হত্যা মামলার এক আসামি পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্বজনদের বিরুদ্ধে। ছাব্বির কলেজ শিক্ষার্থী নাসিম শেখ হত্যাকাণ্ডের এজাহার নামীয় আসামি।
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান,
শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় কালিয়ায় উপজেলার চাঁদপুর এলাকায় এ ঘটনা ঘটে। ছাব্বির শেখ উপজেলার আলিম শেখের ছেলে।
পুলিশ জানায়, শনিবার সন্ধ্যার দিকে কালিয়া থানা পুলিশের একটি দল চাঁদপুর এলাকা থেকে হত্যা মামলার অন্যতম আসামি ছাব্বির শেখকে হাতকড়া পরিয়ে গ্রেফতার করে থানায় নিয়ে যাচ্ছিল। এ সময় পুলিশের গতিরোধ করে আসামির স্বজনরা তাকে ছিনিয়ে নিয়ে যায়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
এ বিষয়ে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম বলেন, ছিনতাই হওয়া আসামি গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, চলতি বছরের ২৬ সেপ্টেম্বর কালিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের নাসিম শেখ কে হত্যার দায়ে আটজনকে অভিযুক্ত করে তার মা তানিয়া সুলতানা জোনাকী আদালতে পিটিশন দাখিল করেন। চলতি মাসের ২ ডিসেম্বর আদালতের নির্দেশে কালিয়া থানা হত্যা মামলা রজু করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা