কোম্পানীগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির অভিষেক অনুষ্ঠিত
ঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির অভিষেক অনুষ্ঠান শনিবার সকাল ১০টায় বসুরহাট ইসলামিয়া কামিল মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোম্পানীগঞ্জ উপজেলার আমির অধ্যক্ষ বেলায়েত হোসেন এর সভাপতিত্বে ও কোম্পানীগঞ্জ মডেল হাই স্কুলের সিনিয়র শিক্ষক হারুনুর রশিদ এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আলম সিকদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি ও বসুরহাট ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল মতিন লিটন, বসুরহাট পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, বসুরহাট পৌরসভা জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল এ বি এম হেলাল উদ্দিন, মেহেরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাখাওয়াত হোসাইন, কোম্পানীগঞ্জ মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক কামরুজ্জামান প্রমুখ। অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক-শিক্ষকাবৃন্দ।
বক্তরা এসময় বলেন, বিগত ১৪ বছরে শিক্ষক সমিতির কার্যক্রমে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় এটি নতুনভাবে পুনর্গঠন করা হয়েছে। নতুন আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে সংগঠনটিকে আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এবং শিক্ষক সমিতির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।