February 13, 2025, 7:20 am
শিরোনামঃ
সাংবাদিকদের জন্য জরুরী নির্দেশনা ফুলের হাসি ফাউন্ডেশনের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও নতুন কমিটির অভিষেক সুষ্ঠ নির্বাচনের মধ্যেমে যে দল ক্ষমতায় আসবে তারাই বাংলাদেশের ক্ষমতায় থাকবেন : ফারুক নড়াইলে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত ও স্কুল থেকে বাড়ি ফেরার পথে প্রাণ গেল আছিয়ার বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় পুলিশ কর্তৃক বাংলাদেশি নাগরিকের লাশ হস্তান্তর মোংলায় ইউএনও’র বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, অপসারণে ২৪ ঘন্টার আল্টিমেটাম। চাঁপাইনবাবগঞ্জে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ করল ৩৫টি ব্যাংক তারাকান্দায় খাস জমি দখল নিয়ে দু পক্ষের সংঘর্ষে আহত -১৫ মধ্যনগরে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন ★খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু ★

ফুলবাড়ীতে ২ চোরাই ট্রাক্টরসহ ৩ জন ট্রাক্টর চোর গ্রেফতার ।

মো. ফয়জার রহমান দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

ফুলবাড়ীতে ২ চোরাই ট্রাক্টরসহ ৩ জন ট্রাক্টর চোর গ্রেফতার ।

 

 

দিনাজপুরের ফুলবাড়ীতে ২টি চোরাই ট্রাক্টর ও ট্রাক্টর চুরির সাথে জড়িত ৩ জন চোরকে গ্রেফতার করেছে ফুলবাড়ী থানা পুলিশ। গত বুধবার ও বৃহস্পতিবার দুদিন ব্যাপী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হন পুলিশ।

গ্রেফতারকৃত চোর চক্রের সদস্যরা হলেন দিনাজপুর কোতয়ালী থানার মৃত নজরুল ইসলাম এর ছেলে, শফিকুল ইসলাম (৩০) ফুলবাড়ী উপজেলার ৭নং শিবনগর ইউনিয়নের রাজারামপুর ফকিরপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিক এর ছেলে ও সাবেক জেলা পরিষদ সদস্য শফিকুল ইসলামের ভাই রুবেল মিয়া (৩৮) এবং একই এলাকার মৃত আব্দুল জব্বার এর ছেলে রাশেদ মিয়া (২৮)। গত (৫ ডিসেম্বর) বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল ইসলাম।

পুলিশ জানায়, গত ১৬ নভেম্বর উপজেলার ২নং আলাদীপুর ইউনিয়নের রাঙ্গামাটি ইফতি ফিলিং ষ্টেশন থেকে শিবনগর ইউপির সমশের নগর এলাকার জদুলাল রায় এর ছেলে নিমাই চন্দ্র রায় (৪৯) এর একটি ট্রাক্টর চুরি হয়। এ ঘটনায় নিমাই চন্দ্র বাদী হয়ে ফুলবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ চুরি যাওয়া ট্রাক্টরটি উদ্ধারের জন্য অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় ফুলবাড়ী থানার একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে গত ৪ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় সংঘবদ্ধ চোর চক্রের সদস্য শফিকুল ইসলামকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্য অনুযায়ী পুলিশ জানতে পারে ফুলবাড়ী উপজেলার ৭নং শিবনগর ইউনিয়নের রাজারামপুর ফকিরপাড়া গ্রামের রাশেদের বাড়িতে চুরি যাওয়া ট্রাক্টরটি রয়েছে। এরপর বৃহস্পতিবার সকালে রাশেদকে গ্রেফতার পূর্বক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, একই গ্রামের রুবেলের বাড়িতে চুরি যাওয়া ট্রাক্টরটি রয়েছে। পরে রুবেল এর বাড়িতে অভিযান চালিয়ে চোরাইকৃত ট্রাক্টরটির বিভিন্ন যন্ত্রাংশ খুলে তার বাড়ির আঙিনায় পলিথিন দ্বারা মোড়ানো অবস্থায় পাওয়া যায়। ট্রাক্টরের ৪টি চাকার বিষয়ে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ট্রাক্টরের ৪টি চাকা দিনাজপুর কোতয়ালী থানার বাবুর দোকানে বিক্রি করেছে। ওই তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় বাবুর দোকান থেকে ট্রাক্টরটির ৪টি চাকা উদ্ধার করা হয়। ওই ট্রাক্টরটি ছাড়াও চোরাই সন্দেহে তাদের দখল থাকা বৈধ কাগজপত্রবিহীন আরও একটি ট্রাক্টর উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ২টি ট্রাক্টরের আনুমানিক মূল্য ৩২ লক্ষ টাকা।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল ইসলাম জানান, নিমাই চন্দ্র রায় নামে এক ব্যক্তির একটি ট্রাক্টর চুরি হয়। এ ঘটনায় তার অভিযোগের ভিত্তিতে দীর্ঘ সময় ধরে গোপনে অনুসন্ধান চালিয়ে চোর সনাক্ত হওয়ার পর অভিযান চালিয়ে ২টি চোরাই ট্রাক্টর উদ্ধারসহ সংঘবদ্ধ চোর চক্রের তিনজন সদস্য গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদেরকে শুক্রবার আদালতে প্রেরণ করা হবে। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মো. ফয়জার রহমান
দিনাজপুর জেলা প্রতিনিধি:
মোবাইল নং ০১৭২৫৭৭৮৭১৯
তারিখ ঃ ০৬.১২.২০২৪ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা