February 13, 2025, 6:14 am
শিরোনামঃ
সাংবাদিকদের জন্য জরুরী নির্দেশনা ফুলের হাসি ফাউন্ডেশনের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও নতুন কমিটির অভিষেক সুষ্ঠ নির্বাচনের মধ্যেমে যে দল ক্ষমতায় আসবে তারাই বাংলাদেশের ক্ষমতায় থাকবেন : ফারুক নড়াইলে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত ও স্কুল থেকে বাড়ি ফেরার পথে প্রাণ গেল আছিয়ার বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় পুলিশ কর্তৃক বাংলাদেশি নাগরিকের লাশ হস্তান্তর মোংলায় ইউএনও’র বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, অপসারণে ২৪ ঘন্টার আল্টিমেটাম। চাঁপাইনবাবগঞ্জে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ করল ৩৫টি ব্যাংক তারাকান্দায় খাস জমি দখল নিয়ে দু পক্ষের সংঘর্ষে আহত -১৫ মধ্যনগরে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন ★খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু ★

জয়পুরহাট পাঁচবিবিতে পূর্ব শত্রুতার জের ধরে, রাতে আধারে,আলু ও সরিষার জমির ক্ষেত নষ্ট করার অভিযোগ।

মোঃ আল-আমিন জয়পুরহাট জেলা প্রতিনিধি।

জয়পুরহাট পাঁচবিবিতে পূর্ব শত্রুতার জের ধরে, রাতে আধারে,আলু ও সরিষার জমির ক্ষেত নষ্ট করার অভিযোগ।

 

জয়পুরহাট পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের বীরনগর, বড়গাছা গ্রামের পূর্ব শত্রুতার যের ধরে, রাতের অন্ধকারে ট্রাক্টর দিয়ে , মোঃ কোবির হোসেনর ১৫ শতাংশ জমি আলু ও আব্দুল জব্বারের ১৭ শতাংশ সরিষার ফসল বৃহস্পতিবার রাতে নষ্ট করে দেয়।
এই মর্মে মোঃ কোবির হোসেন থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
আজকে শুক্রবার সকাল ১১ ঘটিকার সময় সরজমীনে গিয়ে বাদী কোবির হোসেনকে জিজ্ঞেস করলে তিনি বলেন, গত কয়েক বছর ধরে আটুল গ্রামের মোহাম্মদ কাসেম মন্ডল ,তার দুই ছেলে কাউসার ও কামরুল ইসলাম , এবং টুলাট গ্ৰামের মোঃ কুদ্দুস এর সাথে এই জমি নিয়ে দন্দ চলছে। উক্ত বিরুদ্ধে যের ধরিয়া বিবাদীগণ পরস্পর যোগ্য সাজস্যে নিজের স্বত্ব দখল না থাকা সত্ত্বেও অন্যায় এবং বেআইনীভাবে আমার ক্রয়কৃত নিম্ন তফসিল গণিত সম্পত্তি দখল করার পায়তারা করিতেছে,
এবং আমার বড় ধরনের ক্ষতিসাধন করিবে এই মর্মে ভয় ভীতি ও হুমকি-ধামকি প্রদান করিতেছে। উক্ত বিষয়ে জয়পুরহাট জজ কোর্টে মামলা চলমান রয়েছে।
এদিকে মোঃ কোবির হোসেন এই জমি আটুল গ্ৰামের আ: আজিজ এর কাছে এগ্ৰিমেন্ট রাখে, তিনি ঐ জামিতে আলু রোপন করেছেন, অপরদিকে আ: জব্বার তার জমি টুলাট গ্ৰামের মোছাঃ রাহেদা বেগম এর কাছে এগ্ৰিমেন্ট রাখে, সেও ঐ জমিতে সরিষা রোপন করেছে। যারা জমিগুলো এগ্রিমেন্ট নিয়েছেন তারা দুজনেই ক্ষতির সম্মুখীন হয়েছে। আমরা এর সুষ্ঠু সমাধান ও ক্ষতিপূরণ চাই।

এমতাঅবস্থায় গত ইং ০৫/১২/২০২৪ তারিখে অনুমান রাত্রি ১১ঃ৫০ ঘটিকার সময় পূর্বের জের ধরিয়া উপরোক্ত বিবাদীগন পরিকল্পিতভাবে পাঁচবিবি থানাধীন আটুল মৌজায় অবস্থিত, আর এস খতিয়ান ৫২১, দাগ নম্বর ২৬৪,২৮৩ রকম ,ধানী পরিমাণ ৩১শতক, আমার ভোগদলীয় সম্পত্তিতে থাকা আলু ও সরিষার জমিতে চাষ দিয়ে ক্ষতিসাধন করে, যার ক্ষতির পরিমাণ ২৫ হাজার টাকা। কবির হোসেন ও আ: জব্বার মন্ডল দুজনেই বলেন, আমরা যে অভিযোগটি করেছি, তার একটি উপযুক্ত সমাধান চাই।
অভিযোগের ভিত্তিতে বিবাদী কাশেম মন্ডলের কাছে সারজমিনে গিয়ে জিজ্ঞেস করলে, তিনি বলেন আমার বিষয়ে যে থানায় উপযুক্ত করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াটা।

এ বিষয়ে পাঁচবিবি থানার পরিদর্শক (ওসি) মোঃ কাউছার আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, উপরোক্ত বিষয়ে আমরা একটি অভিযোগ পেয়েছি। আমাদের একজন অফিসার সেখানে তদন্ত করেছেন এবং সেই তদন্ত অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা