সেনবাগে সোনার বাংলা একাডেমী’র বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণ
নোয়াখালীর সেনবাগ উপজেলার ২নং কেশারপাড় ইউনিয়নের সোনার বাংলা একাডেমী’র ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের শিক্ষা সমাপনী, বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর ) দুপুর ১২টায় নোয়াখালীর সেনবাগ উপজেলার ২নং কেশারপাড় ইউনিয়নের সোনার বাংলা একাডেমী’র ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের শিক্ষা সমাপনী, বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান একাডেমী’র প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সোনার বাংলা একাডেমী’র প্রতিষ্ঠাতা পরিচালক মামুন আজাদ এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন, আরবের রহমান ভূঁইয়া।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জিয়া এডুকেশন ডেভেলপমেন্ট ইনস্টিটিউট ( বিএড ও লাইব্রেরী সায়েন্স কলেজ, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কোড-৪২২৩ ) এর প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ, সেনবাগের ইউনিভার্সেল একাডেমী’র প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ এবং বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন সেনবাগ উপজেলা শাখার সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন সেনবাগ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, কানকিরহাট কলেজে লেকচারার মো: আবু নাঈম, সোনালী লাইফ ইন্সুইরেন্স সেনবাগ শাখার ম্যানেজার মো: মোস্তফা।
অতিথিগণ বক্তব্যে বলেন, আজকের শিশুরা আগামী দিনের উজ্জ্বল নক্ষত্র, কোমলমতি শিশুদের যেভাবে গড়ে তুলবেন,ঠিক সেভাবেই গড়ে উঠবে। তাই আপনার সন্তানকে নৈতিক, ধর্মীয় ও আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে সোনার বাংলা একাডেমী’তে ভর্তির আহবান জানাচ্ছি।
এসময় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।