সাতক্ষীরায় জমি নিয়ে বিরোধের জেরে চারজনকে মারপিটের অভিযোগ
জমি নিয়ে বিরোধের জের ধরে সাতক্ষীরায় চারজনকে মারপিটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে সাতক্ষীরা সদরের গোবরদাড়ী এলাকায় এঘটনা ঘটে।
ভুক্তভোগী সাতক্ষীরা গোবরদাড়ী এলাকার মোঃ মহিউদ্দীন (৬৫) জানান, আমার প্রতিবেশী মোঃ হাবিবুর রহমান ও তার ভাইদের সাথে আমাদের জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। এনিয়ে আদালতে ৬ বছর যাবত মামলা চলমান রয়েছে। এরই জের ধরে মঙ্গলবার সকালে আদালতের আদেশ অমান্য করে আমাদের জমি জবর দখলের লক্ষে প্রতিপক্ষের মৃত আব্দুল খালেক গাজীর দুই ছেলে মোঃ হাবিবুর রহমান (৩৮) ও মোঃ সাইফুল ইসলাম (৩৫) তাদের বোন জামাই মুন্সিপাড়া এলাকার আব্দুল হামিদের ছেলে মোঃ আব্দুর রহিম (৪২) সহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জন আমাদের উপর অতর্কিত হামলা করেছে। তারা হাতে লোহার রড, শাবল, বাঁশের লাঠি ইত্যাদি সহকারে দলবদ্ধ ভাবে আমার জমিতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।
ঐসময় আমার মা আছিরন বিবি (৮৫) তাদের গালিগালাজ করতে নিষেধ করলে তারা আমার মাকে মারপিট করে আহত করে। একই সময় আমার স্ত্রী ছায়রা খাতুন, আমার পুত্রবধু জেসমিন খাতুন, রেশমা খাতুন ও শারমিন খাতুন, ঠেকাতে গেলে তারা তাহাদেরকেও মারপিট করে আহত করে।
এসময় আমার পুত্রবধু শারমিন খাতুনের ঘাড়ে আঘাত লাগে। আমার স্ত্রী ডান পায়ের আঙ্গুলে আঘাত প্রাপ্ত হয়। তারা আমার জমিতে থাকা দোকানের পোতা ভাংচুর করে লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করে। তারা আমাদের খুন জখম করার হুমকি দিয়ে চলে যায়। পরবর্তীতে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এবিষয়ে সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ শামিনুল হক জানান, এবিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।