February 10, 2025, 11:15 pm
শিরোনামঃ
তাহিরপুরে নৌকা ঘাটের ইজারা, অনিয়মে পাল্টাপাল্টি অভিযোগ মানা হচ্ছেনা উচ্চ আদালতের নিষেধাজ্ঞা বগুড়ার ছুরিকাঘাতে যুবক নিহত চাঁপাইনবাবগঞ্জে শেষ হল শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন চট্টগ্রাম জেলা শাখার মানববন্ধনে বক্তারা – নৌ-পথে ডাকাতি প্রতিরোধে নৌ-পুলিশ, কোস্টগার্ড ও প্রশাসনের কোন পদক্ষেপই কার্যকর হচ্ছে না কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে দু’দেশের সীমান্ত রেখার মসজিদের সামনে বিএসএফ’র সিসি ক্যামেরা চৌমুহনীতে প্রধান শিক্ষকের অপসারণ চেয়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ বিশেষ কায়দায় রক্ষিত ৫০৫ বোতল ফেনসিডিল উদ্ধার পাঁচবিবিতে এক বোবা নারীর আর্তনাদ: থাকার মতো ঘর নেই, সরকারি সাহায্যও মেলেনি। বন্দরে আলোচিত সেই এসআই সাইফুলের বিরুদ্ধে আইজিপি বরাবর ভুক্তভোগীদের অভিযোগ  ময়মনসিংহে স্বামীকে হত্যার দায়ে প্রেমিকসহ স্ত্রীর আমৃত্যু কারাদণ্ড….

ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারি দূতাবাসে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি -বিএসপি চেয়ারম্যান শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারি দূতাবাসে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি
-বিএসপি চেয়ারম্যান শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী

 

 

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী দূতাবাসে হামলা ও বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ফেলানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি -বিএসপি। পার্টির দপ্তর সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম মিয়া স্বাক্ষরিত এক যুক্ত বিবৃতিতে বিএসপি চেয়ারম্যান শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ও মহাসচিব বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল আজিজ সরকার বলেন, ভারত বাংলাদেশের প্রভাবশালী প্রতিবেশী ও বন্ধু রাষ্ট্র। আমাদের মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতার কথা আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি ।কিন্তু সম্প্রীতি আমরা গভীর হতাশা ও উদ্ববেগের সাথে লক্ষ্য করছি যে, ৫ই আগস্টের পট পরিবর্তন ও ইস্কনের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারকে কেন্দ্র করে গভীর ষড়যন্ত্র ও দুই দেশের মধ্যে সম্পর্কে টানাপোড়ণ চলছে। তারই ধারাবাহিকতায় আগরতলায় হিন্দু সংগ্রাম সমিতির একটি বিক্ষোভ মিছিল থেকে বাংলাদেশের সহকারী দূতাবাসে হামলা ও জাতীয় পতাকা নামিয়ে ফেলানোর ঘটনায় আমরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছি। নেতৃবৃন্দ বলেন বড় প্রতিবেশী হিসেবে দায়িত্বটা ভারতেরই বেশি। তাই ভারতকে বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হলে বাংলাদেশের দূতাবাস সমূহের যথাযথ নিরাপত্তা ও দোষীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে। নেতৃবৃন্দ আরও বলেন উভয় দেশকে জি টু জি সম্পর্ক উন্নয়নে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।পাশাপাশি কেউ উস্কানিমূলক বক্তব্য দিয়ে পরিস্থিতি যেন ঘোলাটে করতে না পারে।সেই দিকে বিশেষ লক্ষ্য রাখতে হবে। জনগণকেও শান্ত ও সংযত আচরণ করার আহ্বান জানাচ্ছি। যেন কারো উস্কানির কারণে পুরো দেশ ও জাতিকে খেসারত দিতে না হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা