বন্দরে ঠিকাদারি ব্যবসায়ীর কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা ছিনতাই
বিএনপির নেতা মহাসিন ও আমির হামজার যন্ত্রণায় এলাকাবাসী অতিষ্ঠ
বন্দর উপজেলা ধামগড় ইউনিয়নের আমৈর বটতলা এক ব্যবসায়ীর কাছ থেকে নগদ পঞ্চাশ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে ধামগড় ইউনিয়ন বিএনপি সেক্রেটারি মহাসিন মিয়া ও বিএনপি নেতা আমির হামজার বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা যায় বন্দর থানার ধামগড় ইউনিয়নের আমৈর বটতলা (যুবক) নেটওয়ার্ক কম্পানির টাওয়ার ক্রয় করতে আসলে ঠিকাদার ব্যবসায়ী রিমেলের কাছ থেকে ইউনিয়ন বিএনপি সেক্রেটারি মহাসিন ও বিএনপি নেতা আমির হামজার শেল্টারে বিএনপি নেতা দেলোয়ার জাতীয় পার্টির নেতা খবির আতাউল্লা, নুরআলম সহ একাধিক চিহ্নিত ছিনতাইকারী সদস্যরা ভয়ভীতি দেখিয়ে নগদ পঞ্চাশ হাজার টাকা ছিনিয়ে নেয়।
ঠিকাদার ব্যবসায়ী রিমেল জানান আমি ব্যবসায়ীক কাজে বন্দর গেলে ধামগড় ইউনিয়নের স্থানীয় বিএনপির নেতা মহাসিন ও আমির হামজার চিহ্নিত সন্ত্রাসী কর্মীরা আমাকে রাস্তা রুদ্ধ করে একলক্ষ টাকা দাবি করেন এবং সঙ্গে থাকা পঞ্চাশ হাজার টাকা ছিনিয়ে নেয় ও বাকি টাকা না দিলে প্রাণ নাশের হুমকি দেয়।
এলাকবাসী জানান রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই ইউনিয়ন বিএনপি নেতা কর্মী ও নামধারী বিএনপির নেতারা ও ছিনতাই লুটপাটের নগরী বানিয়েছে ধামগড় ইউনিয়নকে। এলাকাবাসীর পক্ষে নাম বলতে অনিচ্ছুক জৈনক জানান এছাড়া এই ইউনিয়ন বিএনপি নেতা মহাসিন ও আমির হামজার নেতৃত্বে একটি ছিনতাইকারী দল সক্রিয় ভাবে নিয়মিত চুরি ছিনতাই করে থাকেন। এলাকাবাসী আরো জানান আইনশৃঙ্খলা বাহিনীদের কাছে অনুরোধ চিহ্নিত ছিনতাইকারীদের দ্রুত গ্রেফতার করে শাস্তি দাবি জানাই।