তারেক রহমানের রাষ্ঠ মেরামতের ৩১ দফা বাস্তবায়নে বেলকুচি উপজেলা বিএনপির উপ কমিটির ১ম আলোচনা সভা অনুষ্ঠিত
শনিবার সকাল ১১টায় বেলকুচির মুকুন্দগাতি বাজারের ফ্রেন্ডস রেস্টুরেন্টে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির পৌর আহ্বায়ক হাজি আলতাফ হোসেন প্রামানিক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা বিএনপির সদস্য ও ৩১ দফা বাস্তবায়ন কমিটির প্রচার ও প্রকাশনা উপ কমিটির আহ্বায়ক
মনোয়ার চৌধুরী বাবু।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেলকুচি উপজেলা বিএনপির সদস্য ও ৩১ দফা বাস্তবায়ন কমিটির প্রচার ও প্রকাশনা উপ কমিটির সদস্য সচিব মিয়া শামীম।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মনোয়ার চৌধুরী বাবু বলেন, তারেক রহমানের ৩১ দফা কার্যক্রম করা অত্যন্ত জরুরি।আর এই ৩১ দফা কার্যকর করা হলে আমাদের এই দেশ বিশ্বের অন্যতম উন্নত দেশ হিসেবে গড়ে উঠবে। আর তারেক রহমানের লক্ষ্যই হচ্ছে দেশকে একটি উন্নত ও আধুনিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদলের সভাপতি আতিকুল ইসলাম রিজন, বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র আহ্বায়ক এস এম রাজীব আহসান, বেলকুচি উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম কিবরিয়া,ছাত্রদল নেতা মাসুদ রানা, গোলাম রাব্বি সহ বেলকুচি উপজেলার প্রাথমিক সহকারী শিক্ষকদের প্রতিনিধিরা।