শম্ভুগন্জ মোড় থেকে শেরপুর মুর্শিদপুর দরবারের উদ্দেশ্যে লংমার্চ আগামীকাল
গডকাল ২৭ নভেম্বর ও আজ ২৮ নভেম্বর পরপর দু’বার একটি ইসলাম নামধারী চিহ্নিত জঙ্গীবাদী গোষ্ঠী কর্তৃক মুর্শিদপুর দরবারে হামলা, ভাংচুর ও লুটপাট শেষে মাজারে অগ্নিসংযোগের প্রতিবাদে আগামীকাল ২৯ নভেম্বর শুক্রবার সকাল ১০টায় শম্ভুগন্জ মোড় থেকে মুর্শিদপুর দরবারের উদ্দেশ্যে শান্তিপূর্ণ লংমার্চ অনুষ্ঠিত হবে।
উক্ত লংমার্চে আশেকে রাসূল ( দ:) ও অলি আল্লাহর ভক্তবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ ।