December 11, 2024, 5:43 am
শিরোনামঃ
আন্তর্জাতিক মানবাধিকার দিবস নওগাঁ দেলুয়াবাড়ী-চৌবাড়ীয়া আঞ্চলিক বাঁকাপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ২ জন আহত চট্টগ্রামে বিশ্ব মানবাধিকার দিবসের আলোচনা সভায় বক্তারা মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও পরিবেশ রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে চট্টগ্রামে ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশনের আলোচনা সভায় বক্তারা মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখার আহ্বান মাইজভান্ডারী তরিকার অন্যতম অনুঘটক সৈয়দ আমিনুল হক ওয়াসেল (ক.) ওরশ শরীফ অনুষ্ঠিত আন্তর্জাতিক মানবাধিকার দিবসে মো. কামাল উদ্দীনের প্রবন্ধ: পরিবেশ ও মানবাধিকার রক্ষায় ঐতিহাসিক দায়িত্ব সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)’র পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষে প্রস্তুতি সভা ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত বন্দরে সড়কে শৃংখলা ফেরাতে মদনপুর বাসস্ট্যান্ডে প্রশাসনের অভিযান বেলকুচি উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারীর মৃত্যু চিরিরবন্দর ৩ জনকে কুপিয়ে আহত করেছেন হিন্দু সন্ত্রাসীরা।

বহুতল ভবন থেকে বাঁশ পড়ে পথচারী আহত ‘ অবস্থা আশংকা জনক””

বিশেষ প্রতিনিধি :

“”বহুতল ভবন থেকে বাঁশ পড়ে পথচারী আহত ‘ অবস্থা আশংকা জনক””

 

 

বহুতল ভবন থেকে বাঁশ পড়ে পথচারীর অবস্থা আশংকা জনক। নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন- ইসদাইর বুড়ির দোকান, উয়াকফিন্ড এর সামনে নির্মাণাধী ভবন থেকে বাঁশ পড়ে এক পথচারী আহত। আহত অবস্থায় প্রথমে তাকে নারায়ণগঞ্জ সরকারি হাসপাতাল (ভিক্টোরিয়া)নিয়ে যাওয়া হয়, সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরেই তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।কর্তব্যরত চিকিৎসক জানায় তার অবস্থা গুরুতর, তাই তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পেরন করা হয়েছে। তাকে আপাতত ৭ টি সিলি দেওয়া হয়েছে।গোপন সূত্রে জানা যায়,এর আগে পড়েও কখনো লোহার রড,কখনো ইট পড়েও আহত হয়েছে অনেকেই। সে সকল আহতরা কর্তৃপক্ষের কাছ থেকে কোনো চিকিৎসা সেবা বা সহযোগিতা পায়নি।অপরদিকে জানা যায় এই ভবনের কোনো পারমিশন দেওয়া হয় নি রাজউক থেকে। সরেজমিনে গিয়ে তার সত্যায়িত পাওয়া যায়।একটি রাজস্ব অনুমোদিত ভবনে যে সকল নিয়ম নীতি থাকা প্রয়োজন তার চিটে ফোঁটাও নেই এই ভবনে। রাজউককে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে সকল নিয়মের তোয়াক্কা না করেই গড়ে উঠছে এই ৮ তলা ভবন।পরবর্তীতে সেখানে সাংবাদিক উপস্থিত হয়,অতঃপর ফতুল্লা মডেল থানার থেকে ঘটনাস্থলে এস আই আতিক হোসেন তার টিম নিয়ে হাজির হয়।এবং ঘটনার তদন্ত করে,নির্মাণ কাজের প্রধান (কন্টাক্টর)কে খোঁজ করেন, কিন্ত ঘটনাস্থল থেকে সে ততক্ষণে পালিয়ে যায়। এই বিষয়সে এস আই আতিক বলেন ” আমি ওয়ার্নিং দিয়ে আসছি , রাস্তার পাশে নির্মাণের কাজ করলে সকল প্রকার নিয়ম মেনে করতে হবে,এব তারা আমাকে আশ্বস্ত করেছে বিকেলের মধ্যে রাস্তার ধারে সেফটির জন্য ব্যবস্থা করবে। তবুও আমি কাল সকালে গিয়ে বিষয়টি আবার তদন্ত করব। এবং ঘটনা ঘটার পর পরই উক্ত স্থানে সরেজমিনে উপস্থিত ছিলো ৬ নং ওয়ার্ড বি এন পির সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল। তার কাছে উক্ত ঘটনাটি জানার জন্য বার বার মোঠফোনে কল দিতে সে রিসিভ করে না। স্থানীয় সূত্রে জানা জায় এটার মালিক এখানে থাকে না, এবং এটার দেখাশুনা সিদ্দিকুর রহমান উজ্জ্বলই করে। এবং ভবনের নির্মাণ কাজের যত মালানাল রয়েছে তার সকল কিছুই দেয় ইমান হাছান সম্রাটের থেকে এবং তিনি সিদ্দিকুর রহমান উজ্জ্বলে ভাই।আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পরেই,দেশের একটি পক্ষ অন্যায়কে প্রশ্রয় দিয়ে নিজেদের ঘাঁটি ঠিক করছে। ক্ষমতার অপব্যাবহার করে সমাজের দুষ্কৃতি মানুষের ঠাঁই দেওয়া লোক বর্তমান রাজনীতিতে কতোটা সন্তুষ্ট জনক? প্রশ্ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে…?গোপন সূত্রে যানা “নাম প্রকাশে অনিচ্ছুক বলেন দেশটা এখন লুটপাটের তবুও এই ৬নং ওয়ার্ডের মতো বর্তমানে আর কোনো এলাকায় এতো অবিচার হয়েছে বলে জানা নেই। সকল অপকর্ম এবং এদের মুল হোতা নিয়ে আসবো অচিরেই…..


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা