সিরাজগঞ্জের বেলকুচিতে জামায়াতের পুর্নাঙ্গকমিটি গঠন।
আগামী ২০২৫-২০২৬ সেশনের জন্য সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলা জামায়াতে ইসলামীর উপজেলা শাখার আমীর হিসেবে পুণরায় আরিফুল ইসলাম সোহেল নির্বাচিত ও উপজেলা সেক্রেটারী হিসেবে অধ্যাপক মাওঃ মাজহারুল ইসলামকে
মনোনীত করা হয়েছে। সম্প্রতি ১৮ নভেম্বর সোমবার,
বাংলাদেশ জামায়াতে ইসলামী বেলকুচি উপজেলার উদ্যোগে আয়োজিত এক বিরাট রুকন সম্মেলনে নবনির্বাচিত উপজেলা আমীরকে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ জামায়াতে ইসলামী,কেন্দ্রীয় মজলিশে শু’রা সদস্য,সিরাজগঞ্জ জেলা আমীর অধ্যক্ষ মাওলানা শাহীনূর আলম।
গতকাল বুধবার (২৬,নভেম্বর) বিকেলে উপজেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের দায়িত্ব প্রাপ্ত সাংবাদিক ডাঃ রুহুল আমীন এই তথ্য নিশ্চিত করেন। সম্প্রতি,উপজেলা রুকন (সদস্য) সম্মেলনে তাঁদের প্রত্যক্ষ ভোটে প্রথমে আমীর নির্বাচন করা হয়। এরপর পুরুষ ও নারী রুকনরা প্রত্যক্ষ ও গোপন ব্যালটে ভোট দিয়ে ২৭ (সাতাশ) সদস্য বিশিষ্ট উপজেলা মজলিশে শু’রা নির্বাচন করেন। পরবর্তীতে নবনির্বাচিত আমীর মজলিশে শু’রা সদস্যদের পরামর্শক্রমে উপজেলা জামায়াতের সেক্রেটারীসহ ১৩ সদস্য বিশিষ্ট উপজেলা কর্মপরিষদ গঠন করেন। গঠিত উপজেলা কর্মপরিষদে দায়িত্বপ্রাপ্ত সদস্য সেক্রেটারি অধ্যাপক মাওঃ মাজহারুল ইসলাম,নায়েবে আমীর অধ্যাপক নূর-উন-নবী সরকার,উপাধ্যক্ষ মাওঃ আবুল হাশেম সরকার,সহকারী সেক্রেটারী মাওঃ মাহবুবুর রশিদ শামীম,বাইতুলমাল সেক্রেটারী মাষ্টার মাওঃ আবু আক্কাস আলী,অফিস সেক্রেটারী মাওঃ আবুল হোসাইন ভূঁইয়া,অন্যান্যো সদস্য হলেন;মাওঃ আব্দুর রাজ্জাক,অধ্যাপক গোলাম আযম,মাওঃ ছানোয়ার হোসাইন,মাওঃ আহসান হাবীব,সাইদুল ইসলাম মোতাহার,মাওঃ গোলাম সারোয়ার ও জাহাঙ্গীর হোসেন।
অনুষ্ঠানে ২৭ জন মজলিসে শু’রা সদস্য,১৩ জন কর্মপরিষদ সদস্য ও ২ জন নায়েবে আমীরসহ
সেক্রেটারীকে পৃথক পৃথকভাবে শপথবাক্য পাঠ করান,
বাংলাদেশ জামায়াতে ইসলামী,কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য,সিরাজগঞ্জ জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মোঃ আলী আলম। বেলকুচি উপজেলা অস্থায়ী কার্যালয় চত্বরে আয়োজিত ও উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল এর সভাপতিত্বে অনুষ্ঠিত ২০২৫-২০২৬ কার্যকালের ১ম মজলিসে শু’রার অধিবেশনে এসময়, জেলা জামায়াত নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের আমন্ত্রিত অতিথি ও দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।