গণতন্ত্রের ভীতকে শক্তিশালী করাই এখন বিএনপির মূল চ্যালেঞ্জ: এ্যানি চৌধুরী
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে আজকের এ নতুন বাংলাদেশের মূল কারিগরই ছিলেন ছাত্র ও শিক্ষকেরা। দেশে হারিয়ে যাওয়া গণতন্ত্র ফ্যাসিস্ট হাসিনা সরকারের হাত থেকে উদ্ধারে প্রাণ দিয়েছে ছাত্র-জনতা। তাই গণতন্ত্রের ভীতকে শক্তিশালী করে জনগণের সরকার প্রতিষ্ঠা করাই এখন মূল চ্যালেঞ্জ।
আজ শনিবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের জেলা শাখা আয়োজিত সমাবেশে এসব কথা বলেন এ্যানি।
এ সময় শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, গত ১৭ বছর ধরে শিক্ষক, ছাত্র-জনতাসহ বিভিন্ন রাজনৈতিকদলের নেতা-কর্মীসহ পেশাজীবী মানুষ শেখ হাসিনার নির্যাতনের শিকার ছিলেন। গণহত্যার দায়ে ছাত্র-জনতার