ঝিনাইদহের কালীগঞ্জে শিক্ষককে মারধর ও হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান
ঝিনাইদহের কালীগঞ্জে শিক্ষককে মারধর, হত্যার হুমকি, শিক্ষা প্রতিষ্ঠানে
অবৈধ প্রভাব বিস্তার ও শিক্ষক কর্মচারীদের উপর অত্যাচারের প্রতিবাদে
শিক্ষক আজিবর রহমানের বিচারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও
স্বারকলিপি প্রদান করেছে। রোববার সকাল ১০টায় ক্লাশ বর্জন করে
কালীগঞ্জ শহরের ভূষণ রোডে এ কর্মসূচি পালন করে সরকারী নলডাঙ্গা
ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। মানববন্ধনে শত শত
শিক্ষার্থী অংশ নেয়।
মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা জানায়, ১৪ নভেম্বর সরকারী নলডাঙ্গা
ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজিবর রহমান স্কুলের
ডিবেটিং ক্লাবকে কেন্দ্র করে সহকারী শিক্ষক শামীম উদ্দীনকে মারধর ও
অকথ্য ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকি দেন। এ ঘটনার পর থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা
ফুসে উঠে। মানববন্ধন থেকে শিক্ষক আজিবর রহমানের বিচার ও অপসারণ
দাবি করা হয়। এ ঘটনায় শিক্ষক শামীম উদ্দীন একটি লিখিত অভিযোগ
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কাছে জমা দিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক স্কুলটির একজন শিক্ষক বলেন,৫ আগস্টের পর আজিবর স্যার নিজের ছেলে শাহারিয়ার আলম সোহাগকে দিয়ে স্কুলটি দখলে নিয়ে নিজে বলে যান স্বঘোষিত সরকারি প্রধান শিক্ষক। অর্থের বিনিময়ে প্রধান শিক্ষককে স্কুলে ফিরিয়ে এনে রাম রাজত্ব কায়েম করেন। পরিস্থিতি এমন তৈরী করেন যে সকলে তার ভয়ে ভীত থাকে। আজিবার রহমান দ্যা ডেইলি স্টার পত্রিকার জেলা প্রতিনিধি হওয়ায় সবাইকে দেখে নেওয়ার হুমকি দেন। তার ক্ষমতার উৎস কোথায়?
সরকারী নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল
হোসেন তোতা জানান, বিদ্যালয়ের দুইজন সহকারী শিক্ষকের মধ্যে
সামান্য একটি বিষয় নিয়ে দ্বন্দ্ব হয়েছিল। যা ঘটনার দিনই সমাধান
করে দিয়েছিলাম। আজ আবার শিক্ষার্থীরা মানববন্ধন করবে এটা আমার
জানা নেই। যদি করেও থাকে তাহলে তারা বহিরাগত।