বাংলাদেশ বেকার মুক্ত পরিষদ নকলা উপজেলা শাখার মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত
বাংলাদেশ বেকার মুক্ত পরিষদ শেরপুর জেলার নকলা উপজেলা শাখার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ নভেম্বর শুক্রবার সকালে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম অফিস কক্ষে ওই আলোচনা সভা হয়।
বাংলাদেশ বেকার মুক্ত পরিষদ নকলা উপজেলা শাখার সভাপতি কবি,সংগঠক ও সাংবাদিক মো: ফিরোজ উদ্দিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা শাখার সহসভাপতি মো: সোহাগ মিয়া, সাংগঠনিক সম্পাদক মো: দিদারুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক মো: ওসমান গনি, দপ্তর সম্পাদক আমিরুল ইসলাম, সদস্য হোসেন আলী, মো: মোখলেছুর রহমান, মো: ইউসুফ প্রমুখ।
এসময় বাংলাদেশ বেকার মুক্ত পরিষদ নকলা উপজেলা শাখার অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
উপজেলা শাখার সভাপতি তার বক্তব্যে বলেন- আমাদের নকলা উপজেলার হাজার হাজার লোক ন্যাশনাল সার্ভিস কর্মসূচীর আওতায় ২ বছর সুবিধা ভোগ করে এখন বেকার অবস্থায় মানবেতর জীবনযাপন করতেছে। ন্যাশনাল সার্ভিসকে স্থায়ী প্রকল্প আকারে চালু করার দাবিতে শুরু থেকে যুদ্ধ করে চলেছেন বাংলাদেশ বেকার মুক্ত পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মো: আতিকুর রহমান রাজা ভাই। তারই ধারাবাহিকতায় নকলা উপজেলায় সকল ন্যাশনাল যোদ্ধাদের পক্ষে একটি কমিটি গঠন করেছি। উপজেলার সকল বেকারদের পক্ষ হয়ে আমরা কাজ করে যাবো। নকলা উপজেলা শাখার সকল সদস্যরা বলেন, সারা বাংলাদেশে ন্যাশনাল সার্ভিসের লক্ষ লক্ষ বেকারদের বেকারত্ব দুর করার লক্ষ্যে আতিকুর রহমান রাজা ভাইয়ের দিকনির্দেশনায় পাশে থেকে সকল কাজে অংশগ্রহণ করে সহযোগিতা করে যাবো। ন্যাশনাল সার্ভিস কর্মসূচীকে স্থায়ী প্রকল্প আকারে চালু করতে নকলা উপজেলার সকল বেকারদের সহযোগিতা কামনা করেন তিনি।