পীরগঞ্জে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মরহুম আব্দুস সোবহান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে ঘুঘুয়া আব্দুস সোবহান স্কুল এন্ড কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ঘুঘুয়া জিএসবি ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত খেলায় ১-০ গোলে পীরগঞ্জের সাগুনী রাইডাস দলকে হারিয়ে চাম্পিয়ন হয় রানীশংকৈল ইউনাইটেড ফুটবল একাডেমি। খেলা শেষে পুরস্কার বিতরণ সভায় বক্তব্য দেন, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি জাহিদুর রহমান জাহিদ, উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, কোষারানীগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান গোলাম মোস্তফা, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল প্রমূখ। এ সময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদ নসরতে খোদা রান, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল, কোষারানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান মিঠু, পৌর যুবদলের সভাপতি হায়দার আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে উভয় দলের মধ্যে ট্রফি বিতরণ করেন অতিথিরা। টুর্নামেন্টে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন উপজেলার ৮টি দল অংশ নেয়।