চট্টগ্রামে প্রথম বারের মতো শিক্ষা ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
শিক্ষা ফাউন্ডেশন মেধা বৃত্তি পরীক্ষা -২০২৪ চট্টগ্রামে ৮টি কেন্দ্রে আজ ১৫ নভেম্বর শুক্রবার একযোগে অনুষ্ঠিত হয়। বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষা ফাউন্ডেশনের উপদেষ্টা অঙ্গিকার বাংলাদেশ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ক্যাপ্টেন আতিক খান।
এছাড়াও পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন অক্সফোর্ড মডার্ন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, চিটাগং লিবার্টি স্কুলের চেয়ারম্যান মাহবুবুর রহমান সেলিম, লাইফ লাইন স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান ও শিক্ষা ফাউন্ডেশন মেধা বৃত্তির সভাপতি কাজী আবদুর রহমান, এডুএইড স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও শিক্ষা ফাউন্ডেশন মেধাবৃত্তির সেক্রেটারী মো. নাছির উদ্দিন, ব্রাইট সাকসেস স্কুল অ্যান্ড কলেজ ও শিক্ষা ফাউন্ডেশন মেধাবৃত্তির শিক্ষা সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, কেপি কিন্ডার গার্টেন এন্ড হাই স্কুলের চেয়ারম্যান শিক্ষা ফাউন্ডেশনের উপদেষ্টা ইন্জিনিয়ার সানাউল্লাহ, সমাজ কল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ মাসুদ প্রমুখ। বিভিন্ন কেন্দ্রের হল সুপার হিসেবে দায়িত্ব পালন করেন শিক্ষা ফাউন্ডেশন মেধাবৃত্তির সহ-সভাপতি আব্দুল জলিল, শরিফ উদ্দিন রিপন, শিক্ষা ফাউন্ডেশন মেধাবৃত্তির সদস্য আব্দুল গণি, শাহ জামাল রিপন, মকবুল হোসেন, মো: জিয়াউল করিম, মোতাহার হোসেন, নুর আমিন, সহকারি কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন মো: জাফর উল্লাহ, নাসরিন আক্তার, মুকিম বিল্লাহ, সনজিদা আক্তার, সালমা পারভীন, বাহার উদ্দিন, পারভীন আক্তার সীমা, সর্বিক পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন আব্দুল জলিল।
এবারের পরীক্ষায় চট্রগ্রাম মহানগরীর ৮০টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৬০০শিক্ষার্থী অংশ গ্রহণ করে।
এই সময় শিক্ষা ফাউন্ডেশনের শিক্ষা সচিব ও ব্রাইট সাকসেস স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, শিক্ষার মান উন্নয়নের অংশ হিসেবে এই বৃত্তি শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখবে।
সংগঠনের সভাপতি কাজী আবদুর রহমান বলেন, আগামীতে আরও বেশি সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করবে। সংগঠনের সাধারন সম্পাদক মো:নাছির উদ্দিন বলেন, এই মেধা বৃত্তি সামাজিক শিক্ষা সেবায় অবদান রাখছে শুধু বৃত্তি কার্যক্রমেই সীমাবদ্ধ থাকবেনা সেবামূলক সকল শিক্ষা কার্যক্রমে সমানভাবে সারাবছরব্যাপী শিক্ষার্থী ও অভিভাবকদের পাশে থাকবে।