আনজুমান-এ-মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী সমিতিরহাট ইউনিয়ন শাখা গঠন
গত ১৩ নভেম্বর গাউসুল আজম মাইজভাণ্ডারী প্রবর্তিত দর্শন প্রচারকদের সংগঠন, অছিয়ে গাউসুলআজম মাইজভাণ্ডারী মাওলানা শাহসুফি সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারী (ক.) কতৃক ১৯৪৯ সনে প্রতিষ্ঠিত আনজুমান-এ-মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী সমিতিরহাট ইউনিয়ন শাখার সাংগঠনিক মতবিনিময় সভা- কাউন্সিল ও মিলাদ মাহফিল দরবারে গাউসুলআজম মাইজভাণ্ডারীর মহামান্য জিম্মাদার, মুন্তাজেম,জাঁ-নশীনে অছিয়ে গাউসুলআজম শাহসুফি সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারী প্রকাশ ছোট হুজুর কেবলার অনুমোদনক্রমে কেন্দ্রীয় আনজুমানের সভাপতি শাহজাদা সৈয়দ আহমেদ নাভিদ হাসান মাইজভাণ্ডারীর নির্দেশনা মোতাবেক সমিতিরহাট ইউনিয়ন শাখার অস্থায়ী কার্যালয়ে শাখার পক্ষে মুহাম্মদ সাইফুদ্দীন বিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ।
এতে পবিত্র কুরআন তিলাওয়াত,নাতে রাসুল (দ.),শানে গাউসুলআজম মাইজভাণ্ডারী পরিবেশন করেন শাখার সদস্য হাফেজ মুহাম্মদ জুবায়ের হুসাইন। স্বাগত বক্তব্য রাখেন মুহাম্মদ জাবেদ হোসেন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আনজুমানের সহকারী সচিব মাওলানা মুফতি এস এম তানজীদ হোসাইন মাইজভাণ্ডারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মাওলানা মুহাম্মদ ইউসুফ মাইজভাণ্ডারী, মুহাম্মদ জামাল উদ্দিন মেম্বার, মুহাম্মদ সোলাইমান, মুহাম্মদ সাফা, মুহাম্মদ শফি,মুহাম্মদ নুরুল হুদা,মুহাম্মদ আমির খসরুসহ প্রমুখ।
মুহাম্মদ আবুল কালামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ।
এতে মুহাম্মদ সাইফুদ্দীনকে সভাপতি মুহাম্মদ আবুল কালামকে সম্পাদক করে নয় সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয় । বিশ্বশান্তির মঙ্গল কামনায় মোনাজাত পরিচালনায় মাহফিলের সমাপ্তি ঘটে ।