নরসিংদী সদর চিনিশপুর ইউনিয়নের (৫) নং ওয়ার্ড কার্যালয়ে আলোচনা সভা ।
নরসিংদী সদরের চিনিশপুর ইউনিয়নের (৫) পাঁচ নং ওয়ার্ড বিএনপির “`কার্যালয়ে
আলোচনা সভায় উপস্থিত ছিলেন । চিনিশপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক“` আঃ লতিফ মোল্লা (সাবেক মেম্বার) পাঁচ নং ওয়ার্ড চিনিশপুর ইউনিয়ন পরিষদ।
ও পাঁচ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সাইফুল ইসলাম (বিশিষ্ট ঠিকাদার)
আরো উপস্থিত ছিলেন পাঁচ নং ওয়ার্ড সিনিয়র সহ সভাপতি আব্দুল রশিদ।
সিনিয়র সহ-সভাপতি শাহ্-পরাণ । যুগ্ম সম্পাদক ফয়সাল মিয়া, সাধারণ সম্পাদক খলিল ভূঁইয়া।
সাংগঠনিক সম্পাদক মোঃ আল-আমিন, উপস্থিত ছিলেন ,নরসিংদীর সদর সাব রেজিস্ট্রার নব কমিটির সচিব আঃ জলিল,ডাঃ হুমায়ূন কবির, সাংবাদিক তালাত মাহামুদ, মোঃ খোকন মিয়া, হুমায়ূন মিয়া, ইয়াছিন মিয়া,আওয়াল মিয়া,মোতালিব মিয়া।