রেঞ্জ ডিআইজি মহোদয়ের পুলিশ লাইন্স ও রিজার্ভ অফিস পরিদর্শন
গতকাল (১২ নভেম্বর) সিলেট রেঞ্জ পুলিশের সুযোগ্য ডিআইজি জনাব মোঃ মুশফেকুর রহমান মহোদয় মৌলভীবাজার জেলা পুলিশ লাইন্স এবং রিজার্ভ অফিস পরিদর্শন করেন।
মঙ্গলবার সকালে মাননীয় ডিআইজি মহোদয় মৌলভীবাজার সার্কিট হাউসে পৌছালে পুলিশ সুপার জনাব এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন পিপিএম- সেবা মহোদয় তাঁকে স্বাগত জানান।
পরবর্তীতে তিনি মৌলভীবাজার পুলিশ লাইন্স মাঠে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মোঃ শামসুল হকের নেতৃত্বে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যদের অংশগ্রহণে প্যারেড পরিদর্শন করেন এবং অভিবাদন গ্রহণ করেন।
প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ শেষে মাননীয় ডিআইজি মহোদয় প্যারেডে অংশগ্রহণকারী অফিসার-ফোর্সের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
এরপর মাননীয় ডিআইজি মহোদয় মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
বিশেষ কল্যাণ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার জনাব এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন পিপিএম- সেবা মহোদয়।
কল্যাণ সভা শেষে মাননীয় ডিআইজি মহোদয় জেলা পুলিশের রিজার্ভ অফিস, মোটরযান শাখা, রেশন স্টোর, পুলিশ হাসপাতাল, ব্যারাক, অস্ত্রাগার, ক্লোথিং স্টোর, ডি স্টোর পরিদর্শন করেন। তিনি সরকারি নথিপত্র পর্যালোচনা করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস)জনাব মোঃ শামসুল হক, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) জনাব আনিসুর রহমান, সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি) জনাব বায়েজিদ বিন মনসুর, সকল থানা ও ইউনিটের অফিসার ইনচার্জগণসহ মৌলভীবাজার জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।