রূপগঞ্জে বিএনপির সমাবেশ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মাদক,সন্ত্রাস,চাঁদাবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে সমাবেশ করা হয়েছে। গতকাল
১৩ নভেম্বর বুধবার দুপুরে উপজেলার ৬নং বিএনপির কার্য্যালয়ের সামনে তারা এ সমাবেশ করে। সভায় ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনিছুর রহমান ভুইয়ার
সভাপতিত্বে প্রধান অতিাথ হিসাবে উপস্থিত ছিলেন, তারাবো পৌর বিএনপির
সভাপতি তাসিক হক ওসমান।
সভায় বক্তব্য রাখেন, তারাবো পৌর বিএনপির সাধারণ সম্পাদক
হাফিজুর রহমান পিন্টু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফ হাসান আরব, পৌর
যুবদলের আহবায়ক আফজাল কবির, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হাসান ইমাম
বাবুল, বিএনপি নেতা আবুল কাশেম, আবু সাঈদ ভুইয়া, বাবুল শিকদার, মকবুল
হোসেন, শামীম সাউদ, আলতাফ হোসেন, নাজমুল সাউদ, সিয়াম খান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আওয়ামী সন্ত্রাসীরা রূপগঞ্জের নিরীহ
মানুষের উপর অনেক জুলুম, নির্যাতন ও অত্যাচার চালিয়েছে। সাধারণ মানুষের
বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ও হামলা চালিয়েছে। দেশ নায়ক তারেক
রহমানের নির্দেশে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান
দিপুু ভুইয়ার নেতৃত্বে সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও
লুটপাটকারীদের নির্মূল করতে হবে। সকলকে ঐক্যবদ্ধভাবে এ সকল সন্ত্রাসী,
চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, ভুমিদস্যু ও লুটপাটকারীদের বিরুদ্ধে রুখে
দাড়াতে হবে।###
তাং ১৩/১১/২৪ ইং
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
I’m extremely inspired together with your writing talents and also
with the layout to your blog. Is that this a paid subject matter or did you modify it
your self? Either way keep up the nice quality writing, it’s rare to look a nice weblog like this one today.
Stan Store!