পাহাড় কাটা, নদী ভরাট ও বৃক্ষ নিধনসহ পরিবেশ বিধ্বংশী কার্যক্রমের প্রতিবাদে
পরিবেশ উন্নয়ন সংস্থা এ্যাড ভিশনের মানববন্ধন
গতকাল ১২ নভেম্বর মঙ্গলবার বিকেল তিনটায় পরিবেশ উন্নয়ন সংস্থা এ্যাডভিশন
বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রাম সিআরবি চত্বরে পাহাড় কাটা, নদীভরাট ও বৃক্ষ নিধনসহ পরিবেশ বিধ্বংশী কার্যক্রমের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি মোহাম্মদ হাসান মুরাদ। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগঠক ও সাংবাদিক এম নুরুল হুদা চৌধুরী। পরিবেশ রক্ষার্থে বিশেষ আলোচনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব, বিশিষ্ট সঙ্গীতশিল্পী মোঃ মাসুদ রানা। আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগঠক সংগঠনের চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ কালিম শেখ। আরও উপস্থিত ছিলেন সংগঠনের ত্রাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ বায়জিদ ফরাজি, সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ মামুনুর রশিদ রুবেল।
বক্তারা বলেন, দেশ ও জাতিকে স্বচ্ছ ও দূষণমুক্ত পরিবেশ উপহার দিতে এ্যাড ভিশনের বিকল্প নেই । জলবায়ু পরিবর্তন ও পরিবেশ রক্ষার্থে সব সময়
কাজ করে যাচ্ছে এ্যাডভিশন বাংলাদেশ। বর্তমানে সারা বিশ্বে পরিবেশের মারাত্মক হাহাকার। এই মুহূর্তে পরিবেশ বিধ্বংশী কার্যক্রম বন্ধ করাটা অত্যন্ত জরুরী, তা না হলে এর খেসারত একমাত্র
মানুষকেই বহন করতে হবে। তাই দেশের সার্থে প্রাণীকূল রক্ষার্থে, আগামী প্রজন্মকে বাঁচাতে আমাদের নৈতিক কর্তব্য। তাই পাহাড় কাটা, নদী ভরাটসহ যাবতীয় দূষণের প্রতিবাদে সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন। দূষণকারীদের বিরুদ্ধে কঠোরভাবে আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন। যেখানেই সেখানে ময়লা আবর্জনা ফেলা বন্ধ করতে হবে, ক্ষতিকর ফলিথিন উৎপাদন ও ব্যবহার বন্ধ করা খুবই জরুরী। বিষাক্ত গ্যাস ধোঁয়া, নদী দূষণ বন্ধ করতে হবে। উল্লেখিত পরিবেশ বিধ্বংশী কার্যক্রমটি জরুরীভাবে বন্ধ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও চট্টগ্রাম জেলা প্রশাসকের প্রতি ব্যবস্থা
গ্রহণ করার জন্য পরিবেশ উন্নয়ন সংস্থা এ্যাডভিশন বাংলাদেশের পক্ষে থেকে অনুরোধ জানানো হচ্ছে। আসুন স্বেচ্ছায় সেবা দান করি সকলে মিলে দূষণমুক্ত দেশ গড়ি ।