নরসিংদীর শিবপুর পুটিয়া ত্রিমোহনী মোড়ে অবৈধ ভাবে ওএমএস এর চাউল বিক্রির অভিযোগ উঠেছে কাইয়ুমের বিরুদ্ধে
শিবপুর পুটিয়া ত্রিমোহনী মোড়ে সরকারি ওএমএস এর চাউল ডিলারদের কাছ থেকে অবৈধভাবে কিনে খোলা বাজারে বিক্রি করার অভিযোগ উঠেছে জুবায়ের স্টোর এর মালিক কাইয়ুম নামের এক দোকানদারের বিরুদ্ধে। তিনি ১৫ টাকা কেজি চাউল ৫০ টাকায় বিক্রি করছেন বলে অভিযোগ। এছাড়া, তার দোকানে নিষিদ্ধ পলিথিনের পাইকারি ব্যবসা জমজমাট। এলাকাবাসী প্রশাসনের কাছে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে। স্থানীয়রা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।