February 10, 2025, 11:35 pm
শিরোনামঃ
তাহিরপুরে নৌকা ঘাটের ইজারা, অনিয়মে পাল্টাপাল্টি অভিযোগ মানা হচ্ছেনা উচ্চ আদালতের নিষেধাজ্ঞা বগুড়ার ছুরিকাঘাতে যুবক নিহত চাঁপাইনবাবগঞ্জে শেষ হল শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন চট্টগ্রাম জেলা শাখার মানববন্ধনে বক্তারা – নৌ-পথে ডাকাতি প্রতিরোধে নৌ-পুলিশ, কোস্টগার্ড ও প্রশাসনের কোন পদক্ষেপই কার্যকর হচ্ছে না কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে দু’দেশের সীমান্ত রেখার মসজিদের সামনে বিএসএফ’র সিসি ক্যামেরা চৌমুহনীতে প্রধান শিক্ষকের অপসারণ চেয়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ বিশেষ কায়দায় রক্ষিত ৫০৫ বোতল ফেনসিডিল উদ্ধার পাঁচবিবিতে এক বোবা নারীর আর্তনাদ: থাকার মতো ঘর নেই, সরকারি সাহায্যও মেলেনি। বন্দরে আলোচিত সেই এসআই সাইফুলের বিরুদ্ধে আইজিপি বরাবর ভুক্তভোগীদের অভিযোগ  ময়মনসিংহে স্বামীকে হত্যার দায়ে প্রেমিকসহ স্ত্রীর আমৃত্যু কারাদণ্ড….

চরবরমা সুগত বিহারের ৫০তম দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠান সম্পন্ন

ডেক্স রিপোর্ট

চরবরমা সুগত বিহারের ৫০তম দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠান সম্পন্ন

 

চট্টগ্রামের চন্দনাইশের চরবরমার ঐতিহ্যবাহী চরবরমা সুগত বিহারের ৫০তম দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠান আজ ১২ নভেম্বর মঙ্গলবার বিহার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী আয়োজিত দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠানের ১ম পর্ব সকালের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চন্দনাইশের সুচিয়া সুখানন্দ বিহারের অধ্যক্ষ ভদন্ত অতুলানন্দ মহাস্থবির। প্রধান জ্ঞাতি ছিলেন পটিয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ভদন্ত ড. সংঘপ্রিয় মহাস্থবির। প্রধান ধর্মদেশক ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সহ সম্পাদক প্রভাষক সুনন্দ মহাস্থবির, বিশেষ জ্ঞাতি ছিলেন জোয়ারা খানখানাবাদ ভাবনানন্দরাম বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মানন্দ মহাস্থবির, দিয়াকুল নবরত্ন বিহারের অধ্যক্ষ ভদন্ত সুমনালংকার স্থবির, দক্ষিণ জোয়ারা পরমানন্দ বিহারের অধ্যক্ষ ভদন্ত কে জ্যোতিমিত্র স্থবির, কাঞ্চননগর সার্বজনীন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত লোকরত্ন স্থবির, পূর্ব জোয়ারা বিদর্শন ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ ভদন্ত মৈত্রীপাল স্থবির। সদ্ধর্মদেশক ছিলেন জোয়ারা খানখানাবাদ পঞ্চরত্ন বিহারের অধ্যক্ষ ভদন্ত বুূ্দ্ধপাল স্থবির, চন্দনাইশ কেন্দ্রীয় পূর্ব জোয়ারা শ্রদ্ধানন্দ বিহারের অধ্যক্ষ ভদন্ত বোধিপ্রিয় স্থবির, সাতবাড়িয়া শান্তি বিহারের অধ্যক্ষ ভদন্ত তিষ্যমিত্র স্থবির।

দ্বিতীয় পর্ব কঠিন চীবর দান সভা বিকাল তিনটায় জামিরজুরি সুমনানন্দ বিদর্শরাম বিহারের অধ্যক্ষ পন্ডিত ভদন্ত শীলরক্ষিত মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উদ্বোধক ছিলেন চরবরমা সুগত বিহারের অধ্যক্ষ ও চন্দনাইশ বৌদ্ধ ধর্মীয় শিক্ষা পরিষদের সভাপতি ভদন্ত ধর্মানন্দ মহাস্থবির। প্রধান জ্ঞাতি ছিলেন মধ্যম জোয়ারা সুখরন্জন বিহারের অধক্ষ জ্ঞানসারথী অধ্যাপক জ্ঞানরত্ন মহাস্থবির। বিশেষ জ্ঞাতি ছিলেন ভদন্ত অতুলানন্দ মহাস্থবির, ভদন্ত সোমানন্দ মহাস্থবির, ভদন্ত দীপংকর মহাস্থবির, ভদন্ত জ্ঞানমিত্র মহাস্থবির, ভদন্ত বোধিপ্রিয় স্থবির,। প্রধান সদ্ধর্মদেশক ছিলেন শ্রীপুর আদি শাক্যমুনি বিহারের অধ্যক্ষ ভদন্ত পরমানন্দ মহাস্থবির। সদ্ধর্মদেশক ছিলেন উত্তর হাশিমপুর বন বিহারের অধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞানন্দ স্থবির, ফতেহনগর সার্বজনীন বেনুবন বিহারের অধ্যক্ষ ভদন্ত শরনানন্দ স্থবির, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশের চেয়ারম্যান জেবিএস আনন্দ বোধি ভিক্ষু। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক যুগ্ম ব্যবস্হাপক নিখিল কান্তি বড়ুয়া। সংবর্ধিত অতিথি ছিলেন সহকারী কমিশনার ( ভূমি ), চন্দনাইশ ডিপ্লোম্যাসি চাকমা, আমেরিকা প্রবাসী বিধান বড়ুয়া, উৎফলা চৌধুরী। বিহারের ধর্মীয় সম্পাদক সুব্রত বড়ুয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক প্রধান শিক্ষক প্রকাশ কান্তি বড়ুয়া, দানবীর প্রণয়ন বড়ুয়া শাপলা, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠক স ম জিয়াউর রহমান। আরও বক্তব্য রাখেন বিহার উন্নয়ন কমিটির সভাপতি বিধান বড়ুয়া মিলু, সাধারণ সম্পাদক অশোক কুমার বড়ুয়া, হিসাব বিষয়ক নিরীক্ষক সজল বড়ুয়া। সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাস্টমস হাউস, চট্টগ্রামের সহকারী রাজস্ব কর্মকর্তা রাজীব বড়ুয়া, প্রকৌশলী রাজন বড়ুয়া, প্রকৌশলী রন্জন বড়ুয়া, প্রকৌশলী শুভ বড়ুয়া, রবিন বড়ুয়া ও সুপন বড়ুয়া।

সভায় বক্তারা বলেন, বুদ্ধ শাসন ও আদর্শ অনুসরণের মধ্যে দিয়ে অশান্ত বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। বুদ্ধের অহিংস বাণী ছড়িয়ে দিতে হবে এবং শান্তি প্রতিষ্ঠায় আরও এগিয়ে আসতে হবে।
ধর্ম সভা ও চীবর দান অনুষ্ঠান শেষে বাংলাদেশ বেতার ও টেলিভিশন শিল্পীর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা