ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচিতে
জনসমাবেশ অনুষ্ঠিত
শুক্রবার বিকেল ৩টায় বেলকুচির ধুকুরিয়াবেড়া হাই স্কুল মাঠে ধুকুরিয়া বেড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই জনসমাবেশের আয়োজন করা হয়।
জনসমাবেশে সভাপতিত্ব করেন ধুকুরিয়াবেড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক
মোঃ বাবর আলী ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম। তিনি তার বক্তব্যে বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে বলেন আপনারা যদি বিএনপি কে ভালবাসেন তাহলে কোন রকম বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। দল কে ভালবাসলে মানুষ কে ভালবাসে হবে , মানুষের সুখে দুখে পাশে থাকতে হবে।
তিনি আরো বলেন ৭ই নভেম্বর যদি বিপ্লব না হত তাহলে বিএনপির জন্মই হত না। ইতিহাসে ৭ই নভেম্বর এক ঐতিহাসিক দিন।
প্রধান অতিথির বক্তব্যে আমিরুল ইসলাম খান আলীম বলেন ইতোমধ্যে একটি দল বলেছে সাধারণ ক্ষমার কথা। কিন্তু না আমরা ছাত্র জনতার নিহতদের বিচার চাই। আমরা কখনো এদের ক্ষমা করব না । ছাত্র জনতার নিহতদের বিচার অবশ্যই করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বেলকুচি উপজেলা বিএনপির আহ্বায়ক নূরুল ইসলাম গোলাম , বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বেলকুচি বেলকুচি বিএনপির পৌর আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক, অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন
বেলকুচি উপজেলা বিএনপির সদস্য সচিব বনি আমিন , অনুষ্ঠানে আরো
বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা বিএনপির
বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম রাজীব। আহসান।
অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন l