বেলকুচি পৌর জামায়াতের প্রতিবাদ সমাবেশ থেকে ২৮ অক্টোবরের খুনীদের বিচারের দাবি
বাংলাদেশ জামায়াতে ইসলামী,কেন্দ্রীয় মজলিশে শু’রা সদস্য,সিরাজগঞ্জ জেলা আমীর অধ্যক্ষ মাওঃ শাহীনূর আলম ২০০৬ সালের ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার চেয়ে বলেছেন, ২৮ অক্টোবর লগি-বৈঠার তাণ্ডবের মাধ্যমে, আওয়ামী সন্ত্রাসীরা,আমাদের ভাইদেরকে নির্মমভাবে পিটিয়ে হত্যাযজ্ঞ চালিয়েছে , আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে, সেই নির্মম হত্যাকান্ডের বিচার দাবী করছি।
শুক্রবার (৮ নভেম্বর ) ,বাংলাদেশ জামায়াতে ইসলামী,বেলকুচি পৌরসভার উদ্যোগে, ২৮ অক্টোবর -২০০৬ পল্টন হত্যাকান্ড ও সারাদেশে আওয়ামী সন্ত্রাসীদের লগি-বৈঠা’র তান্ডবের প্রতিবাদ ও খুনীদের বিচারের দাবীতে আয়োজিত বিরাট প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবী জানান।
বেলকুচি পৌর জামায়াতের আমীর, মাওলানা গোলাম সারোয়ার এর সভাপতিত্বে, অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে, বিশেষ অতিথির বক্তব্য রাখেন,কেন্দ্রীয় মজলিশে শু’রা সদস্য,জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মোঃ আলী আলম। শেরনগর নতুনপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী,বেলকুচি উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল, উপজেলা নায়েবে আমীর অধ্যাপক নূর-উন-নবী সরকার,মাওলানা আব্দুর রাজ্জাক, উপজেলা সেক্রেটারি মাওঃ আবুল হাশেম সরকার,সহকারী সেক্রেটারি মাওঃ মাহবুবুর রশিদ শামীম,জামায়াত নেতা ,অধ্যাপক মাজহারুল ইসলাম,মাওলানা আবুল হোসেন ভূঁইয়া, উপজেলা শিবিরের সাবেক সভাপতি জুনায়েদ আহমেদ সবুজ প্রমূখ।
প্রতিবাদ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে জেলা নায়েবে আমীর, অধ্যক্ষ আলী আলম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অর্জিত নতুন স্বাধীনতা যেন ফ্যাসিস্ট আওয়ামী ষড়যন্ত্রের মাধ্যমে ব্যর্থ না হয়, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।