January 21, 2025, 5:37 pm
শিরোনামঃ
লালমনিরহাটে ইটভাটায় অভিযান, জরিমানা ৫ লাখ ২০ হাজার কুড়িগ্রামে পৃথক ঘটনায় ৩ শিশুর লাশ উদ্ধার ময়মনসিংহে পিস্তলসহ ছাত্রদলের নেতা গ্রেপ্তার মাদারীপুরে সাবেক ইউপি চেয়ারম্যান সহ ৩ জন আটক,ইয়াবা উদ্ধার ফুলপুরে অবৈধ ইট ভাটায় মোবাইল কোর্ট ১৮ লক্ষ টাকা জরিমানা বাণিজ্য মেলায় নকল পন্যের ছয়লাভ ভোক্তা অধিদপ্তরের অভিযানে লক্ষ টাকা জরিমানা গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র (কম্বল) বিতরণ প্রস্তুতি সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রাম অমর একুশে বইমেলা ১ ফেব্রুয়ারি থেকে জিমন্যাশিয়াম চত্বরে অনুষ্ঠিত হবে নজরুল বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৬ নেতাকর্মীকে বহিষ্কার মুকসুদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৮টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা

নওগাঁর মহাদেবপুরে জমি সংক্রান্ত বিরোধে জেরধরে অতর্কিত হামলায় ৬ জন আহত

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ

নওগাঁর মহাদেবপুরে জমি সংক্রান্ত বিরোধে জেরধরে অতর্কিত হামলায় ৬ জন আহত

 

নওগাঁর মহাদেবপুরে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের লোকজনের অতর্কিত হামলায় ৬ জন আহত হয়েছেন। আহতরা হলেন, উপজেলার চাঁন্দাশ ইউনিয়নের বাগডোব গ্রামের আবু তালেবের ছেলে সুইট হোসেন (৩৮), মৃত জমির উদ্দিনের ছেলে বুলবুল আহম্মেদ (৪৫), মৃত বাহার উদ্দিনের ছেলে আইয়ুব আলী (৬৬), আইজুলের স্ত্রী আবেদা (৪৫), খোকনের মেয়ে খাদিজা (২২) এবং আবু বক্করের ছেলে মর্জিনা বেগম (৪০)।এদের মধ্যে সুইট হোসেন, বুলবুল আহম্মেদ এবং আইয়ুব আলীকে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। ওইদিন সুইট হোসেন ও বুলবুল আহম্মেদের শারিরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আর আইয়ুব আলী মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করেন। এ ঘটনায় প্রতিকার চেয়ে গত ৫ নভেম্বর রাতে উভয় পক্ষের লোকজন মহাদেবপুর থানায় মামলা দায়ের করেছেন। বাগডোব গ্রামের ভূক্তভোগী ইসমাইল হোসেন জানান, পার্শ্ববর্তী চাকলা গ্রামের প্রতিপক্ষের রফিজ উদ্দিন, তফিজ উদ্দিন গেদা, মফিজ উদ্দিন শুটকা, তমছের আলী, আব্দুর রাজ্জাক বাবু, সেলিম উদ্দিন, আব্দুল হালিম, জহুরুল ইসলাম, আব্দুর রহিম খোকা, জাহাঙ্গীর আলম, জুয়েল হোসেন, এবং শহিদুল গংদের সঙ্গে দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে গত ৫ নভেম্বর মঙ্গলবার সকালে তারা আদিবাসী লোকজন ভাড়া করে নিয়ে এসে তাদের ভোগ দখলীয় জমিতে রোপিত আমন ধান জোরপূর্ববকভাবে কর্তন করাসহ দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিতভাবে হামলা চালিয়ে তাদের নিকটতম আত্মীয় স্বজন এবং স্থানীয় প্রতিবেশীদের আহত করেন। এ বিষয়ে প্রতিপক্ষের রফিজ উদ্দিন গংরা জানান যে, পূর্বশত্রæতার জের ধরে দীর্ঘদিন যাবৎ উভয় পরিবারের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে এই অনাকাক্সিক্ষত ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের লোকজন আহত হয়েছেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলী বলেন, এ ঘটনায় উভয় পক্ষের লোকজন মামলা দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।
নওগাঁ #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা