আল্লামা ফরহাদাবাদীর ৮০ তম বার্ষিক ওরশ শরীফের প্রস্তুুতিসভা সম্পন্ন
ইমামুল আউলিয়া, হুজুর গাউসুল আজম মাইজভান্ডারী শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ (কঃ)’র অন্যতম খলিফা মুফতিয়ে আজম আল্লামা শাহসুফি সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী(কঃ)’র আগত ৮০তম বার্ষিক ওরশ শরীফের প্রস্তুুতিসভা গতকাল ৮ নভেম্বর শুক্রবার দরবারের ময়দানে”আনজুমানে গাউসিয়া আমিনিয়া ফয়জিয়া “কেন্দ্রীয় পরিষদের ব্যবস্থাপনায় শাহসুফি সৈয়দ মুহাম্মদ হাসান ফরহাদাবাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।উক্ত সভায় প্রধান মেহমান ছিলেন শাহসুফি সৈয়দ মুহাম্মদ হোসাইন ফরহাদাবাদী।আওলাদগনের মধ্যে উপস্থিত ছিলেন শাহজাদা সৈয়দ নুরুল আলম,শাহজাদা সৈয়দ মঈন উদ্দিন,শাহজাদা সৈয়দ জয়নাল আবেদিন,শাহজাদা সৈয়দ জামাল উদ্দিন,শাহজাদা সৈয়দ নাছির উদ্দিন,শাহজাদা সৈয়দ সালাউদ্দিন,শাহজাদা সৈয়দ তকিউদ্দিন।গোলামুর রহমান রাজুর সন্ঞালনায় সভায় আসন্ন ওরশ শরীফের বিভিন্ন দিক নিয়ে আলোচনায় অংশ গ্রহন করেন হারুয়ালছড়ি দরবারের সাজ্জাদানশীন মুফতি আল্লামা কায্বী মুহাম্মদ বোরহান উদ্দিন সফিউল বশর,শাহজাদা সৈয়দ মঈন উদ্দিন,শাহজাদা সৈয়দ জামাল উদ্দিন, মওলানা শেখ আরিফুর রহমান, সাফায়াতুল ইসলাম সাবাল, হুমায়ুন কবির,পারশেদ বিন আনোয়ার,নুরুল ইসলাম, সৈয়দ গোফরান উদ্দিন ফরহাদ প্রমূখ।সমাপনি বক্তব্য প্রদান করেন ওরশ শরীফ পরিচালনা কমিটি ও আল্লামা ফরহাদাবাদী একাডেমির সভাপতি শাহজাদা সৈয়দ নুরুল আলম ফরহাদাবাদী।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ সফিউল আনোয়ার,মওলানা সৈয়দ মোফাক্কেরুল ইসলাম,সালমান সাইফ খান,সৈয়দ মাহবুব আলী সাজু মেম্বার,মাস্টার বদিউল আলম,সৈয়দ করিমুল আবেদিন,মিল্লাত হোসেন মুহুরী,এনামুল হক মুহুরী,নাছির উদ্দিন মন্টু,মাহমুদুল্লাহ মেম্বার,নুর হোসেন কন্ট্র,শেখ মুহাম্মদ হাসান উদ্দিন,আবুল বশর,সৈয়দ মহরম আলী,সৈয়দ মঈনুদ্দিন,জহুর সওদাগর, মুহাম্মদ হোসেন,নুরুল ইসলাম বাশি, ইকবাল তালুকদার, মুহাম্মদ নাজু, হাফেজ জাহেদ, হাফেজ শাফায়েত,হাফেজ মিনহাজ, হাফেজ লোকমান,মওলানা এনাম মুহুরী,হাফেজ আবদুর রহমান, আবুল মনসুর, নাফিজ, ইকরাম হোসেন, মুহাম্মদ বাবু, মোহাম্মদ কদর, করিম সওদাগর, আহমদ উল্লাহ ফারুক, মনি সওদাগর, কলিম সওদাগর, আবুল সওদাগর, হাজী দেলোয়ার হোসেন মানিক, রোকন উদ্দিন,তৌহিদ ড্রাইভার, মুহাম্মদ শাহাদাত, মুহাম্মদ তাইফু, মুহাম্মদ সজিব, মুহাম্মদ জোহা, মোহাম্মদ আলম, নাহিম উদ্দিন রিকু, মহসিন পিয়াস মুহুরী, আলাউদ্দিন মুন্নাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।মিলাদ কিয়াম পরিচালনা করেন সাহেবজাদা সৈয়দ সামিউল হক ফরহাদাবাদী। মুনাজাত করেন আল্লামা কায্বী মুহাম্মদ বোরহান উদ্দিন সফিউল বশর।সর্বশেষ সকলের মাঝে তবারুক পরিবেশন করা হয়।