নাজিরপুরে দূর্ধর্ষ সন্ত্রাসী আ’লীগ নেতা সবুজ গ্রেফতার।
পিরোজপুরের নাজিরপুর থেকে একাধিক মামলার পলাতক আসামী দূর্ধর্ষ সন্ত্রাসী আওয়ামীলীগ নেতা আরিফুর রহমান সবুজ (৩৫) কে গ্রেপ্তার করেছে নাজিরপুর থানা পুলিশ।
মঙ্গলবার (৫ নভেম্বর ) গভীর রাতে উপজেলার শ্রীরামকাঠীর নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত আরিফুর রহমান সবুজ উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের ভীমকাঠী গ্রামের আব্দর রব শেখের পুত্র। তিনি অত্র ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক ।
মঙ্গলবার গভীর রাতে নাজিরপুর থানার উপ পুলিশ পরিদর্শক ( এস আই) মোঃ মশিউর রহমান ও এ এস আই গিয়াস উদ্দিন সহ তার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তার নিজ বাসা থেকে দূর্ধর্ষ চাঁদাবাজ ও সন্ত্রাসী মামলার আসামী আরিফুর রহমান সবুজকে গ্রেপ্তার করেন।
এ বিষয়ে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদ আল ফরিদ ভূইয়া জানান, তার বিরুদ্ধে পূর্বে নাজিরপুর থানায় চাঁদাবাজি ও সন্ত্রাসী সহ একাধিক মামলা রয়েছে। নাজিরপুর উপজেলা বিএনপির কার্যালয় ভাংচুর ও বিষ্ফোরক আইনে দায়ের করা মামলার অভিযোগে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।
মাজেদুল কবীর রাসেল
নাজিরপুর, পিরোজপুর
মোবাইল -০১৭১১৯৫৩৯৪২