নকলায় শেরপুর জেলা প্রশাসক ডিডি`র মতবিনিময় সভা
শেরপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান নকলায় আগমন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ নভেম্বর মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ওই মতবিনিময় সভা হয়।
এসময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র, সহকারী কমিশনার ভূমি জুয়েল মিয়া, নকলা থানা অফিসার ইনচার্জ হাবিবুর রহমান, উপজেলা সেনাক্যাম্পের ক্যাপ্টেন সাকিব, নকলা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক, উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মুরছালিন, সরকারি হাজী জাল মামুদ কলেজের প্রফেসর দেওয়ান গোলাম মাসুম, উপজেলা জামায়াতে ইসলামের আমীর গোলাম সারোয়ার, উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল, উপজেলা যুবদলের আহবায়ক মো: শফিউল আলম পলাশ, যুগ্ন আহ্বায়ক মোরাদুজ্জামান মাসুম, দৈনিক আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন আহমেদ, দৈনিক জাহান পত্রিকার উপজেলা প্রতিনিধি মো: ফুয়াদ হোসেন, দৈনিক নতুন যুগ পত্রিকার উপজেলা প্রতিনিধি মো: মামুন মিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নকলার ইমাম হাসান সাব্বির প্রমুখ বক্তব্য রাখেন।
এছাড়াও নকলা উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ,বিএনপি ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, জামায়াত ইসলামের নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।