গাজীপুরে ছিনতাই প্রতিরোধ অভিযানে ৩ ছিনতাইকারী গ্রেফতার
গাজীপুরের টঙ্গীতে রবিবার ভোর রাতে ছিনতাই প্রতিরোধ অভিযান পরিচালনা করিয়া ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটনের টঙ্গী পশ্চিম থানা পুলিশ। গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোন্ডা রোডের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃতদের কাছে থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মোঃ শরিফ ওরফে পিচ্চি শরীফ (২৪), শিমুল মিয়া (২০) এবং মোঃ শামীম হোসেন (১৯)।
গাজীপুর মেট্রোপলিটনের টঙ্গী পশ্চিম থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা উক্ত স্থানে দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতি ও ছিনতাইয়ের উদ্দেশ্যে জড়ো হয়েছিল। এ সময় আরো ১০/১২ জন দূষ্কৃতিকারী পালিয়ে যায়। পালিয়ে যাওয়া দুষ্কৃতিকারীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূর্বে আরো মামলা রয়েছে। টঙ্গী পশ্চিম থানায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলেও জানায় থানা পুলিশ।