কুয়াকাটায় অবৈধ স্থাপনা উচ্ছেদ
সাগরকন্যা খ্যাত পটুয়াখালীর কুয়াকাটায় সরকারি জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের কাজ হাতে নিয়েছে উপজেলা প্রশাসন।প্রশাসন জানিয়েছে, অভিযানে প্রায় পাঁচ শতাধিক অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হবে।
মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ৮ টায় জেলা প্রশাসনের নির্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলামের নেতৃত্বে এ অভিযান শুরু হয়। যা চলবে আরও দুইদিন। বাংলাদেশ সেনাবাহিনী কুয়াকাটা ইউনিট, মহিপুর থানা পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের সদস্যদের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌরসভার প্রশাসক মো. কৌশিক আহমেদ।
পর্যটকদের সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন কুয়াকাটা উপহার দিতে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা কর্মকর্তা। এর আগে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে দখলদারদের সতর্ক করে গত এক সপ্তাহ যাবৎ মাইকিং করে পাউবো। তাদেরকে কুয়াকাটা বীজ ম্যানেজমেন্ট কমিটির দেয়া নির্ধারিত জায়গায় স্থানান্তরের জন্য বারবার অনুরোধ করা হলে অনেকে সরিয়ে নেয়, তবে যারা যারা সরিয়ে না নিচ্ছে তাঁদেরকে গুড়িয়ে দেয় হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, ‘কুয়াকাটায় সরকারি জায়গা দখল করে প্রায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা নির্মাণ করে ব্যবসা করেছিলো দখলদাররা। তাদের এসব স্থাপনা সরিয়ে নিতে সময় বেঁধে দেয়া হলেও অনেকেই তা সরিয়ে নেয়নি। পরে জেলা প্রশাসকের নির্দেশে উচ্ছেদ করা হচ্ছে। তবে ক্ষুদ্র ব্যবসায়ীদের অস্থায়ীভাবে ট্যুরিজম পার্কের পূর্বপাশে বসানো হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।’