February 16, 2025, 3:01 pm
শিরোনামঃ
ধর্মপাশায় কৃষি জমি নষ্ট করে অবৈধ মাটি উত্তোলন, দুজনের কারাদণ্ড তৃণমূলের নেতাকর্মীরাই হচ্ছে বিএনপির প্রান-বিএনপির কেন্দ্রীয় নেতা সেলিমুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদাবাজির রাজনীতি করে না, কিন্তু সাত মাস যেতে না যেতেই অন্য দলের লোকেরা জায়গা দখল, জমি দখল শুরু করেছে – বেলকুচি জামায়াত আমির আরিফুল ইসলাম সোহেল। ফটিকছড়ি প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা বেলাল চেয়ারম্যান আটক! মাইজভান্ডার দরবারের আওলাদে পাকগণের সাথে মাইজভাণ্ডারী ঘরানার আলেমদের মতবিনিময় কুড়িগ্রামে তালাবদ্ধ ঘরে আগুনে পুড়ে শিশুর মৃত্যু ৩১ দফা বাস্তবায়নের আলোকে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত ধন্য বক্তপুর গ্রাম, সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.)র, আগমন ও দায়রা শরীফ উদ্বোধন সন্দ্বীপ থানার ওসির সাথে জাতীয় সাংবাদিক সংস্থার সন্দ্বীপ শাখার মতবিনিময়।

নওগাঁর ইয়াদঅআলীর মোড়ে হামলার ঘটনায় ৩ জন বিএনপির নেতা গুলিবিদ্ধ হয়ে আহত

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর ইয়াদঅআলীর মোড়ে হামলার ঘটনায় ৩ জন বিএনপির নেতা গুলিবিদ্ধ হয়ে আহত

 

নওগাঁ শহরের ইয়াদ আলীর মোড়ে হামলার ঘটনা ঘটেছে। এতে ৩ সহোদর গুলিবিদ্ধ ও গুরুতর আহত হয়েছেন। তারা বিএনপি ও যুবদলের নেতাকর্মী। শনিবার (২ নভেম্বর) রাত সোয়া ১০টার সময় এই ঘটনা ঘটে। হামলাকারীরা চিহ্নিত সন্ত্রাসী ও আওয়ামী লীগের ক্যাডার বলে স্থানীয়রা জানিয়েছেন । ঘটনার পর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে নওগাঁ সদর হাসপালে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। আহত ৩ সহোদর হলেন- ইয়াদ আলীর মোড় এলাকার আফজাল হোসেনের ছেলে আব্দুল মজিদ (৬০), কাবিল হোসেন (৫২), শফিকুল ইসলাম (৪৫)। এদিকে এই ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করলে স্থানীয় ও বিএনপির নেতাকর্মীরা উত্তেজিত হয়ে পড়ে পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে আব্দুল মজিদ,কাবিল হোসেন ও শফিকুল দোকান বন্ধ করছিল। এসময় হঠাৎ মোটর সাইকেলযোগে এসে অস্ত্রধারী সন্ত্রাসীরা গুলি চালায় ও দেশীয় ধারাল অস্ত্র দিয়ে এলো পাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পালানোর সময় সন্ত্রাসীরা মোটরসাইকেল ও হামলায় ব্যবহৃত ওয়ান শুটার গান ফেলে রেখে যায়। বোয়ালিয়া ইউনিয়ন বিএনপির সদস্য মাহবুব হাসান জানান, সন্ত্রাসী ও আওয়ামী লীগের ক্যাডার মোহাম্মদ আলী দুই সহযোগীকে নিয়ে এসে হামলা চালিয়েছে নওগাঁর পুলিশ সুপার কুতব উদ্দিন জানান, হামলার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের ফেলে যাওয়া ওয়ান শুটার গান ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। জড়িতদের দ্রুত গ্রেফতার করার আশ্বাস দেন তিনি।
নওগাঁ #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা