শেরপুরের নকলায় জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা
”দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর জেলার নকলা উপজেলায় জাতীয় যুব দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
১ নভেম্বর শুক্রবার সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, নকলা শাখার আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: হামিদুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান, উপসহকারী প্রকৌশলী হাবিবুর রহমান, উপজেলা যুব উন্নয়নের উদ্যোক্তা জাহিদুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়ক এস এম মাসুম, সাংবাদিক শাহজাদা স্বপন, সাংবাদিক শফিউল আলম লাভলু এবং যুব উন্নয়নের অন্যান্য কর্মচারী ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত সকলকে শপথ বাক্য পাঠ করিয়ে ৯ জনকে ১০ লক্ষ টাকার চেক বিতরণ ও প্রশিক্ষনার্থীদের ভাতা ও সনদ প্রদান করেন