ঠাকুরগাঁওয়ে ১ম ফাইভ সাইড নারী হকি একাডেমী কাপ উদ্বোধন ।
ঠাকুরগাঁওয়ে জাকজমকপুর্ণ আয়োজনের মধ্য দিয়ে “১ম ফাইভ সাইড নারী হকি একাডেমী কাপ-২০২৪” উদ্বোধন করা হয়। ৩১ অক্টোবর বৃহস্পতিবার সকালে শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা। হকি একাডেমী এসোসিয়েশন অফ বাংলাদেশের ব্যবস্থাপনায় ও “ঠাকুরগাঁও জেলা হকি একাডেমী”র আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে হকি একাডেমী অব বাংলাদেশের ভাইস চেয়ারম্যান মো: মাসুদ রানার সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা, বিশেষ অতিথি পৌর বিএনপির সভাপতি মো: শরিফুল ইসলাম শরিফ, ঠাকুরগাঁও জেলা ক্রীড়া অফিসার মো: মনিরুজ্জামান, টুর্নামেন্ট’র ডাইরেক্টর ও আম্পায়ার্স বোর্ড মেম্বার বাংলাদেশ হকি ফেডারেশন আব্দুর রশীদ খান, হকি একাডেমী এসোসিয়েশন অফ বাংলাদেশ ও আন্তর্জাতিক এলিট প্যানেল আম্পায়ার ও ভাইস চেয়ারম্যান সেলিম লাকী, হকি একাডেমী এসোসিয়েশন অফ বাংলাদেশের কার্যনির্বাহী কমিটির সভাপতি আবু সাঈদ চৌধুরী, সহ সভাপতি ইসমাইল হোসেন লিটন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী খান পিয়াল প্রমুখ। উদ্বোধনী খেলায় “ ঠাকুরগাঁও জেলা হকি একাডেমী” টিম ৭ – ০ গোলে ”রংপুর হকি একাডেমী” টিমকে পরাজিত করে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ.কে.এম হাসানুজ্জামান বিপ্লব, ঠাকুরগাঁও জেলা হকি একাডেমী টিমের কোচ মো: হারুন অর রশিদ সহ অংশগ্রহণকারী টিমের খেলোয়াড়, কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, টুর্নামেন্টে ৭টি টিম অংশগ্রহন করছে। টিমগুলো হলো: ঠাকুরগাঁও জেলা হকি একাডেমী, প্রাথমিক ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্র রাজশাহী, শহীদ আসাদ হকি একাডেমী যেশোর, রংপুর হকি একাডেমী, দিনাজপুর হকি কিনিক, আল আসকার হকি একাডেমী পঞ্চগড় ও বৈকালী সংঘ রাজশাহী।