December 10, 2024, 4:49 am
শিরোনামঃ
টেস্ট পরীক্ষার ফলাফল নিয়ে বিতন্ডা, ৭ ছাত্রকে পেটালেন ছাত্রদল নেতা   বিশিষ্ট শিল্পপতি প্রকৌশলী স্বপন কান্তি বড়ুয়ার ৩য় মৃত্যুবার্ষিকী ১১ ডিসেম্বর মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ ঘোষিত সাংগঠনিক সংলাপ মহানগর সাংগঠনিক সংলাপ অনুষ্ঠিত কিংবদন্তি শিল্পী বাবুল জলদাসের সানাই বাদনে মুগ্ধ দর্শক সাতক্ষীরায় শহীদ পরিবারের মাঝে জামায়াতের আর্থিক সহায়তা সোনারগাঁওয়ে সন্ত্রাসী হামলায় সাংবাদিক রাসেল আহত! অটোরিকশা ছিনতাই কালে চালককে হত্যা, কুকুরের ঘেউ ঘেউ শব্দে মিলল মরদেহ বেগম রোকেয়া দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জয়িতাদের সংবর্ধনা প্রদান ঠাকুরগাঁওয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ কর্তনের অভিযোগ সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.)’র ৯৬তম খোশরোজ শরিফ উপলক্ষে আলোচনা ও মিলাদ মাহ্ফিল ২১ ডিসেম্বর

উলিপুরে হত্যা মামলায় স্বেচ্ছাসেবকলীগের রিপন গ্রেফতার

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

উলিপুরে হত্যা মামলায় স্বেচ্ছাসেবকলীগের রিপন গ্রেফতার

 

 

কুড়িগ্রামের উলিপুরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক রিপন মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে এক শিক্ষার্থী হত্যাকান্ডের ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (৩০ অক্টোবর) দুপুরে পৌর শহরের পূর্ব বাজার এলাকার নির্মানাধীন মডেল মসজিদের সামনে থেকে তাকে আটক করা হয়। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আল হেলাল মাহমুদ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন তাকে আশিকুর হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে গত ৪ আগস্ট কুড়িগ্রাম শহরের শাপলা চত্বর এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। এতে মাথায় আঘাত পেয়ে গুরুত্বর আহত হন শিক্ষার্থী আশিকুর রহমান। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় ১০ অক্টোবর রুহুল আমিন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে ১শ ৪ জন ও অজ্ঞাত নামা আরও ৬ শ জনকে আসামি করে কুড়িগ্রাম সদর থানায় মামলা করেন। মামলা চলমান রয়েছে।ওই মামলায় উলিপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক রিপন মিয়াকে (৩৫ ) গ্রেপ্তার দেখানো হয়েছে।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম জানান, শিক্ষার্থী আশিকুর রহমান হত্যা মামলায় রিপন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হবে। বর্তমানে সে কুড়িগ্রাম কারাগারে রয়েছে।

রফিকুল ইসলাম রফিক
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা