হিলি উদ্যোক্তার পক্ষ থেকে ফ্রি দর্জি বিজ্ঞান প্রশিক্ষণ।
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় হিলিতে মহিলাদের স্বাবলম্বী করার লক্ষ্যে ফ্রি দর্জি বিজ্ঞান প্রশিক্ষণ দিচ্ছেন হিলি উদ্যোক্তার পক্ষ থেকে,
দীর্ঘদিন থেকে প্রশিক্ষণ দিয়ে আসছেন প্রশিক্ষক মো: আজিম আহমেদ সঞ্চয়
প্রশিক্ষক আজিম আহমেদ সঞ্চয় বলেন আর্থ সামাজিক উন্নয়ন ও বেকারত্ব দূর করার লক্ষ্যে ঘরে ঘরে উদ্যোক্তা তৈরি করার প্রচেষ্টায়
হাকিমপুর উপজেলার বিভিন্ন স্কুল কলেজ ও পাড়া মহল্লায় ক্লাস গঠন করে নিয়মিত প্রশিক্ষণ দিচ্ছি।
এক থেকে দেড় ঘন্টা ফ্রি প্রশিক্ষণ এর মধ্য দিয়ে এই পর্যন্ত প্রায় আড়াই হাজার মহিলাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে তাদের মধ্যে অনেকেই উপজেলা নির্বাহী অফিসার এর মাধ্যমে সেলাই মেশিন দেওয়া হয়েছে।
প্রশিক্ষক আজিম আহমেদ সঞ্চয় আরো জানিয়েছেন আমার মাধ্যমে দর্জির কাজ শিখে প্রায় আড়াই হাজার মহিলা স্বাবলম্বী হয়েছে এবং সংসারের পাশাপাশি দর্জির কাজ করে তাদের সংসার উন্নতি হচ্ছে এবং আমার মাধ্যমে উনারা স্বাবলম্বী হতে পারছে এজন্য আমাকে অনেক ভালো লাগতেছে। আমি বেকারত্ব দূর করার লক্ষ্যে যে পাড়া মহল্লায় দর্জির ফ্রি প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি আমার এই কাজ অব্যাহত থাকবে, যাতে করে প্রত্যেকটি পরিবারের মধ্যে বেকারত্ব দূর হয়।
সবাই আমার জন্য দোয়া করবেন।