জয়পুরহাটে জামায়াতের জয়পুরহাটে জামায়াতের সমাবেশে সাংবাদিক লাঞ্ছিত
২০০৬ সালের ২৮শে অক্টোবরে লগি-বইঠা দিয়ে পিটিয়ে মানুষ হত্যার প্রতিবাদে আজ ডা. আবুল কাশেম ময়দানের সমাবেশে নাম প্রকাশে অনিচ্ছুক এক সাংবাদিককে শারিরীকভাবে লাঞ্ছিত করেছে এক জামায়াত কর্মী।
তিনি বলেন, জামায়াত নেতাদের বক্তব্যের ছবি তুলতে গেলে তাকে ঢাক্কা মেরে সরিয়ে দেয়া হয়। জামায়াত কর্মী বলেন, সামনে যাওয়া নিষেধ। আপনারা কোনভাবেই সামনে যেতে পারবেন না। আপনি সাংবাদিক হোন আর যেই হোন আপনার বেল নেই। ভয়ে সাংবাদিক সামনে না গিয়ে পেছনে ফিরে ঘটনাস্হল ত্যাগ করেন।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক সাংবাদিক নেতা বলেন, জয়পুরহাটের জামায়াত নেতারা সাংবাদিকদের কেয়ার করেন না। সাংবাদিকদের বিষয়ে তাদের জ্ঞানের স্বল্পতা আছে। অনেক সাংবাদিক আমাদের তাদের বিষয়ে অভিযোগ করেছে। আমরা তাদের সকল অনুষ্ঠান বয়কট করার কথা ভাবছি।
আরেক নেতা বলেন, আমরা তো জানি জামায়াত নেতৃবৃন্দ অনেক মেধাবী ও সচেতন। অন্যান্য জেলায় আমাদের কলিগদের সাথে কথা বলে জেনেছি যে, অন্যান্য রাজনৈতিক দলের থেকে স্হানীয় জামায়াত নেতৃবৃন্দ তাদের সমীহ অনেক বেশি করেন। খোঁজখবর রাখেন। কিন্তু জয়পুরহাটের জামায়াত পুরোটা উল্টো। এটা সম্ভবত নেতৃত্বের দূর্বলতা। অথচ বিগত দিনে যারাই ক্ষমতায় ছিলেন তারা সাংবাদিকদের সম্মান দেখিয়ে চলেছেন।
জামায়াতের জেলা পর্যাযের এক নেতা বলেন, সাংবাদিকদের সাথে এমন আচরণ সত্যিই লজ্জাজনক। বিষয়টা আমাদের সামনে এখনো আসেনি। তবে হাজারো মানুষের ভীরে পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে কেউ এমনটা করতে পারে। এর জন্য আমরা দু:খিত। বিষয়টা প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে আমরা শাস্তির আওতায় নিয়ে আসবো।
বি.দ্র: নিরাপত্তার খাতিরে ভুক্তভোগী ও সোর্সদের নাম প্রকাশ করা হয়নি। সাংবাদিক লাঞ্ছিত