কোম্পানীগঞ্জের বসুরহাট কেন্দ্রীয় জামে মসজিদের
পরিচালনা কমিটি গঠন
সোমবার বাদ আসর নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট কেন্দ্রীয় জামে মসজিদ (বড় মসজিদ)এর পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আলম শিকদারকে সভাপতি ও আজমিরী হোটেল এন্ড রেস্টুরেন্টের স্বত্তাধিকারী মোঃ জসিম উদ্দিন কে সাধারণ সম্পাদক করে ২৪ সদস্যের কমিটির নাম ঘোষণা করেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন।
এসময় উপস্থিত ছিলেন বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি আবদুল মতিন লিটন, বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোশাররফ হোসাইন। কমিটির উপদেষ্টা করা হয়েছে, বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি আবদুল মতিন লিটন, বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোশাররফ হোসাইন ও বসুরহাট পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন।
পরিচালনা কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি রফিক উল্যাহ, সহ-সভাপতি মাওলানা আতাউর রহমান ফারুক, সহ-সভাপতি সাহাব উদ্দিন,সহ-সাধারণ সম্পাদক গিয়াছ উদ্দিন দিদার, কোষাধ্যক্ষ শাহাদাত হোসেন।
সদস্যরা হলেন, শওকত হোসেন ,আমির হোসেন, ফজলুল কবির ফয়সাল, মাওলানা এয়াকুব হোসেন, খাজা নজরুল ইসলাম, আবুল বাশার, জামাল উদ্দিন টিপু, আকম মহিদুল ইসলাম বাবু, একরামুল হক আনোয়ার, সুলতান নাছির উদ্দিন মুন্না, শাহাব উদ্দিন, আবুল কালাম, নাজিম উদ্দিন, নূর মোহাম্মদ মিলন, আবদুল কাদের রাহিদ, নিজাম উদ্দিন, মাঈন উদ্দিন।