December 4, 2024, 2:27 pm
শিরোনামঃ
নভেম্বরে গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় নিহত ২৮: এইচআরএসএসের প্রতিবেদন বাংলাদেশে ভ্রমণ সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের ! আদিবাসী পরিষদের সাথে রাজশাহী কালচারাল একাডেমির নবনিযুক্ত পরিচালক এর শুভেচ্ছা বিনিময় রাণীশংকৈলে যৌথবাহিনীর অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক সীমান্তে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় মানব পাচারকারীসহ আটক ২ মহানগর সাংগঠনিক সংলাপ- ২০২৪ অনুষ্ঠিত চিত্রসেন বড়ুয়া পরলোকগমনে সূর্যগিরি আশ্রমের শোক প্রকাশ নোয়াখালীতে মুক্ত দিবস উদযাপনে প্রস্তুতি সভার আয়োজন ষড়যন্ত্র মূলক মামলায় তারেক রহমান সহ নেতা-কর্মীদের খালাস দেওয়ায় বিএনপি’র আনন্দ মিছিল সাতক্ষীরায় জমি নিয়ে বিরোধের জেরে চারজনকে মারপিটের অভিযোগ

বোয়ালখালীতে ২ গরু চুরি মামলায় ৪ চোর গ্রেফতার : ৬টি গরু উদ্ধার

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

বোয়ালখালীতে ২ গরু চুরি মামলায় ৪ চোর গ্রেফতার : ৬টি গরু উদ্ধার

 

 

 

চট্টগ্রামের বোয়ালখালীতে ২টি গরু চুরি মামলায় ৪জন চোরকে গরুসহ গ্রেফতার ও চুরি হওয়ায় ৬টি গরু উদ্ধার করে থানা পুলিশ।
২৬ অক্টোবর বিকেলে পোপাদিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে ৫টি গরুসহ ১ চোরকে আটক করা হয়।
চুরি হওয়ায় গরুরের মালিক বোয়ালখালী উপজেলার ৬নং পোপাদিয়া ইউনিয়নের পোপাদিয়া ৫নং ওয়ার্ডে অলি মেম্বারের বাড়ী দৌলত মিয়া বাদি হয়ে বোয়ালখালী থানায় গরু চুরি মামলা করেন।
তিনি বলেন, আমার গোয়াল ঘর হইতে গত ২১ অক্টোবর রাতে যে কোন সময় অজ্ঞাতনামা চোর- চোরেরা ১ টি হালকা লাল রংয়ের বড় গাভী ও ০১টি ছোট লাল রংয়ের (বকনা) বাছুর চুরি করে নিয়ে যায়।
এ মামলায় বিশেষ অভিযান পরিচালনা করে পোপাদিয়া এলাকায় অভিযানকালে
চোরাই ৫টি গরুসহ চোর মোঃ আলতাফ হোসেন সিফাতকে গ্রেফতার করে পুলিশ।
আলতাফ হোসেন একই এলাকার পোপাদিয়া ৫নং ওয়ার্ডের অলি মেম্বার বাড়ির খোরশেদ আলম ছেলে।
এ মামলার সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা সাংবাদিকদের জানান, গরু চোর সিফাত দীর্ঘদিন বিভিন্ন এলাকায় গরু চুরি করে আসছেন। তাকে গ্রেফতার করতে অনেক জায়গায় অভিযান পরিচালনা করে, অবশেষে তাকে চোরা গরুসহ গ্রেফতার করতে সক্ষম হয়েছি।
৫ নং সারোয়াতলী ইউনিয়নের ইমামুল্লারচর (আব্দুর রশিদ মেম্বারের বাড়ী) মোঃ নুরুল আবছার (৫৩), পিতা- মৃত জায়দুল হক জানান, তার গোয়াল ঘর থেকে গত ২০ অক্টোবর রাতে চোর দল একটি লাল রংয়ের গরু চুরি করিয়া নিয়া যায়। গরু চুরি ঘটনায় থানায় মামলা দায়ের করি। এ মামলায় চোরাই গরুসহ প্রথমে দুই জন গ্রেফতার করেন পুলিশ। গ্রেফতারকৃতরা হলোঃ বোয়ালখালী পৌরসভা ০৯নং ওয়ার্ড, পশ্চিম গোমদন্ডী, মজল্লা জমাদার বাড়ীর মৃত ওছিয়র রহমানের ছেলে মোঃ বখতিয়ার আলম (৫২), পশ্চিম গোমদন্ডী, ফজুর বাপের বাড়ীর মৃত কবির আহমদ ছেলে মোঃ সিরাজুল ইসলাম প্রঃ বালি মিস্ত্রি (৬৭),
পটিয়া উপজেলার চরকানাই, হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইমাম শরীফ চৌকিদার বাড়ীর মৃত আবুল বশর ছেলে –
চট্টগ্রাম দক্ষিণ জেলা গরু চোরের সম্রাট মোঃ সারোয়ার প্রঃ কালু (৫০)।
বোয়ালখালী থানার ওসি গোলাম সারোয়ারের নির্দেশে থানার এসআই নাদিম মাহমুদের নেতৃত্বে বোয়ালখালী উপজেলার বিভিন্ন ইউনিয়ন অভিযান পরিচালনা করে গরু চোর ৪জনকে ও ৬টি চোরা গরু উদ্ধার করা হয়।
থানার এসআই নাদিম মাহমুদ বলেন, সারোয়াতলী ইউনিয়নে গরু চুরি মামলায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩জন চোরকে গ্রেফতার, একটি গরু উদ্ধার করা হয়।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ ওসি গোলাম সারোয়ার সাংবাদিকদের বলেন, গরু চুরির মামলায় গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপার্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা