নকলায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
: শেরপুরের নকলায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা হয়েছে।
২৮ অক্টোবর সোমবার সকালে নকলা পৌরসভার আয়োজনে পৌর হলরুমে ওই আলোচনা সভা হয়।
পৌর প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র`র সভাপতিত্বে বক্তব্য রাখেন, পৌর নির্বাহী কর্মকর্তা মনিরুল আজাদ, পৌরসভার সহকারী প্রকৌশলী ফখর উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় পৌরসভার সকল কর্মচারী ও নকলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
পৌরসভা থেকে র্যালী বের হয়ে হাসপাতাল মোড় হয়ে পুরাতন হল মোড় হয়ে থানা মোড় প্রদিক্ষিন করে পূর্বের জায়গায় এসে শেষ হয়।