ঠাকুরগাঁওয়ে হরিপুরে ৫০ জন চোরাকারবারি ভারত সীমান্তে অবৈধ ব্যবসা বন্ধের কারণে বিজিবির কাছে আত্মসমর্পণ !
এক সময় বাংলাদেশ ভারত সীমান্তে অবৈধভাবে মালামাল পারাপার ছিল যাদের এক মাত্র পেশা । এখন তাঁরাই ফিরেছেন স্বাভাবিক জীবনে । ৫০ জন চোরাকারবারি বিজিবির কাছে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফেরার কথা জানিয়েছেন । সম্প্রতি গত ২৭ অক্টোবর রবিবার সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার আটঘরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বিজিবির কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন ৫০ জন চোরাকারবারি । সভায় প্রধান অতিথি হিসেবে তাদের ফুল দিয়ে বরণ করে নেন ৫০-বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল তানজীর আহম্মদ । এ ছাড়াও সভায় স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন । বিজিবির সূত্রে জানা যায়, হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়নের ৫টি গ্রামের অর্ধশতাধিক চোরাকারবারিরা আত্মসমর্পণ করেছেন । এ সময় তারা চোরাকারবারি পেশা পরিত্যাগ করে স্বাভাবিক জীবনে ফেরার লক্ষ্যে বিজিবির নিকট লিখিত অঙ্গীকারনামা করেন । ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহম্মদ জানান, আমাদের দেশের লোক আরেক দেশে গিয়ে গ্রেপ্তার হচ্ছে, বুলেটবিদ্ধ হয়ে লাশ হয়ে দেশে ফিরে আসছে, আমাদের মন খারাপ হয়ে যায় । সীমান্তরক্ষী বাহিনী কখনো চায় না, সীমান্ত এলাকার মানুষ কষ্টে থাকুক । আপনাদের নিরাপত্তার জন্য বিজিবি কাজ করে যাচ্ছে । ২৭ অক্টোবর রবিবার ৫০ জন চোরাকারবারি আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফেরার জন্য তাদের কাছে অঙ্গীকার করেছেন । তাদের পুনর্বাসনে সহায়তা করা হবে । স্থানীয়রা জানান, সীমান্তবর্তী গ্রামের অধিকাংশ মানুষ হত দরিদ্র । রোজগারের আশায় তারা অবৈধভাবে বাংলাদেশ ও ভারতের মধ্যে গরু থেকে শুরু করে নানা মালপত্র আনা-নেওয়া করেন । বিজিবির নানামুখী তৎপরতায় এসব মানুষ স্বাভাবিক জীবনে ফিরছেন । গেদুরা এলাকার স্কুল শিক্ষক নজরুল ইসলাম বলেন, ‘চোরা কারবারি ছেড়ে বিজিবির সহায়তায় সঠিক পথে আসায় স্বস্তি ফিরেছে । তবে একেবারে চোরাচালান বন্ধে সরকারকে প্রান্তিক নারী-পুরুষের আর্থসামাজিক উন্নয়ন করতে হবে।’